তৃণমূলের নামে তুফানগঞ্জে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে একযোগে সরব হল বিরোধীরা। একসুরে কংগ্রেস, বিজেপি ও সিপিএম নেতৃত্ব ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, সোমবার সকাল থেকেই তুফানগঞ্জে ঢোকার রাস্তায় জমায়েত করেন তৃণমূল সমর্থকরা। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক নিখিল দে বলেন, “মারুগঞ্জ শালবাড়িতে তৃণমূল কর্মীরা প্রার্থীদের আটকে মারধর করে কাগজ ছিনিয়ে নেয়।” মনোনয়নপত্র দাখিল করতে না পারা প্রার্থীদের তালিকা এ বার রাজ্য নির্বাচন কমিশনে পাঠাচ্ছেন জেলা নেতৃত্ব। সিপিএম জেলা সম্পাদকমণ্ডলী সদস্য তমসের আলি বলেন, “তুফানগঞ্জে কার্যালয়ে মনোনয়নের জন্য জমায়েত প্রার্থীদের ভয় দেখাতে ঢিল ছোড়া হয়। বামেদের কেউ মনোনয়ন দিতে পারেননি। সব নির্বাচন কমিশনে জানাব।” জেলা কংগ্রেস সভাপতি শ্যামল চৌধুরী বলেন, “সকাল সাড়ে ৮টার মধ্যে যাঁরা অফিসে ঢুকতে পারেননি তাদের কেউ মনোনয়ন জমা দিতে পারেননি। পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায় তৃণমূল মহকুমা জুড়ে লাগামহীন সন্ত্রাস চালিয়েছে।” তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “প্রার্থী না পেয়ে বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ তুলছেন।”
|
কালিয়াচকে নওদা যদুপুর, মোজমপুর দু’টি পঞ্চায়েতে কোনও প্রার্থী দিতে পারল না কংগ্রেস ও সিপিএম। ওই দুই পঞ্চায়েতে ৫টি পঞ্চায়েত সমিতির আসনেও কোন প্রার্থী দিতে পারেনি কংগ্রেস ও সিপিএম। সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। দু’টি গ্রাম পঞ্চায়েতে ৩৫টি আসনে ও পঞ্চায়েত সমিতির ৫ আসনে মনোনয়ন জমা দিতে না পেরে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে কংগ্রেস এবং সিপিএম। জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবন মৈত্রের অভিযোগ, “নওদা যদুপুর ও মোজমপুরে তৃণমূল যে সন্ত্রাস চালাচ্ছে আমাদের প্রার্থীরা ভয়ে মনোনয়ন দিতে পারেননি।” তবে কেউই লিখিত অভিযোগ জানাননি।
|
যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মধুময় সরকার টিকিট না পেয়ে হবিবপুরের জেলা পরিষদ (৫ নম্বর) আসন থেকে নির্দল হিসাবে সোমবার মনোনয়ন জমা দিয়ে মধুময়বাবু বলেন, “আমি দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসাবে লড়ব। কিছু নেতা জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী ও সাংসদ মৌসম বেনজির নূরকে ভুল বোঝাচ্ছেন। জিতে তা প্রমাণ করব।” জেলা সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী বলেন, “কেউ প্রার্থী হতে না পেরে নির্দল দাঁড়িয়ে পড়লে তো কিছু বলার নেই। কংগ্রেসের ক্ষতি হবে না।”
|
পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুর জেলাপরিষদের আসনে সিপিএমের প্রার্থী হলেন চোপড়ার প্রাক্তন বিধায়কের স্ত্রী আলিয়া খাতুন। সোমবার মহকুমা শাসকের দফতরে তিনি মনোনয়নপত্র জমা দেন। দলীয় সূত্রে জানা গিয়েছে চোপড়া আসনে ভোটে লড়বেন তিনি। আলিয়াদেবী দুষ্কৃতীদের হাতে খুন হওয়া চোপড়ার প্রাক্তন বিধায়ক আকবর আলির স্ত্রী। সিপিএম সূত্রে খবর, এ বারই প্রথম আলিয়াদেবী নির্বাচনে প্রার্থী হচ্ছেন। ২০০৩ সালে দুষ্কৃতীদের হাতে খুন হন তৎকালীন বিধায়ক আকবর আলি।
|
তড়িদাহত হয়ে মৃত্যু হল এক তরুণের। রবিরার তপন থানার করদহ এলাকার ঘটনা। পুলিশ জানায়, শ্যালোতে বৈদ্যুতিক সংযোগ করতে গিয়ে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম রাকেশ হাজরা (১৭)।
|
মিনিবাসের ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের। সোমবার তপন থানার ভারিলা এলাকার ঘটনা। পুলিশ জানায়, ভবানীপুর গ্রামের বাসিন্দা মৃতের নাম আমিন মুর্মু (৪৫)। |