সতীনে ঝগড়া, মৃত্যু দুই শিশুর
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
দুই সতীনে ঝগড়া। আর তার জেরে নিজের ও সতীনের সন্তানদের নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন অন্য সতীন। শনিবার সন্ধ্যায় কোটশিলার মারলং গ্রামের ঘটনা। ওই মহিলা জীবিত অবস্থায় উদ্ধার হলেও মৃত্যু হয়েছে দুই শিশুর। মৃতদের নাম বিপদ কর্মকার (২) ও ভারতী কর্মকার (১)। বছর তিনেক আগে ঝালদার পাবর্তীর সঙ্গে বিয়ে হয়েছিল রাজেশ কর্মকারের। রাজেশ পরে ফের বিয়ে করেন ঝাড়খণ্ডের সনিয়াকে। প্রথম থেকেই দুই সতীনের সম্পর্ক খারাপ ছিল। শনিবার বিপদ ও ভারতীকে ছাতু কম-বেশি খেতে দেওয়া নিয়ে তাঁদের ঝগড়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সময় পাবর্তী তাঁর শিশুপুত্র বিপদ ও সনিয়ার শিশুকন্যা ভারতীকে নিয়ে কুয়োয় ঝাঁপ দেন। খুনের অভিযোগে পুলিশ পাবর্তীকে গ্রেফতার করে। সোমবার আদালত ধৃতকে ১৪ দিন জেল হাজতে পাঠায়।
|
বিদ্যুৎ বিপর্যয় হলেই ব্যাহত হচ্ছে কাশীপুরে বিএসএনএলের মোবাইল ফোনের পরিষেবা। কিন্তু ব্যাটারি থাকা সত্ত্বেও কেন এই সমস্যা, তা নিয়ে ক্ষুব্ধ গ্রাহকেরা। ভোটের মুখে এই সমস্যায় বিরক্তি প্রকাশ করেছেন প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিরাও। সোমবার রঘুনাথপুরেও বিএসএনএলের পরিষেবা বিঘ্নিত হয়। পুরুলিয়া জেলা টেলিকম ম্যানেজার বিপ্লবতরঙ্গ মজুমদার বলেন, “আদ্রা ও রঘুনাথপুর টেলিফোন এক্সচেঞ্জের চার আধিকারিককে এ দিন খোঁজ করে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখব।” তাঁর আশ্বাস, সমস্যা মেটাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
|
বাজ পড়ে মৃত্যু হল তিন জনের। রবিবার সন্ধ্যায় হিড়বাঁধ থানার রাঙামেট্যা গ্রামে বাজ পড়ে মারা যান সুজিত মুর্মু (৩৮)। ওই সন্ধ্যায় বাজ পড়ে আহত হন আদ্রার চাকলতোড় গ্রামের রিন্টু চট্টোপাধ্যায় (৩২)। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। প্রায় একই সময়ে বাজ পড়ে পাড়া থানার ভাগাবাঁধের বাসিন্দা ত্রিনয়ন চক্রবর্তী (২২) মারা যান। |