নীচু তলার কর্মীদের বিক্ষোভ সামলাতে জেলা পরিষদের ঘোষিত প্রার্থীকে সরাতে বাধ্য হল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। মনোনয়ন দেওয়া হল বিক্ষুব্ধ প্রার্থীকেই। সাগরদিঘির ২০ নম্বর জেলা পরিষদ আসনে কংগ্রেস ব্লক কমিটির সহ সভাপতি বদরুল আলমকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। বিরোধিতা করেন দলের নীচু তলার কয়েকজন কর্মী। সোমবার তাঁরা আলাউদ্দিন শেখ নামে অন্য এক নেতাকে মনোনয়ন পত্র দাখিল করাতে মহকুমাশাসকের অফিসে আসেন। এরপরই প্রার্থী বদলের সিদ্ধান্ত নেয় জেলা কংগ্রেস। বদরুল আলম বলেন, “জেলায় বামেদের সঙ্গে সরাসরি লড়াই প্রয়োজন কংগ্রেসের। দলে ক্ষোভ ঠেকাতে সরে দাঁড়িয়েছি।” আলাউদ্দিন বলেন, “বিক্ষুব্ধ হিসাবে আমি সোমবার মনোনয়নপত্র জমা দিতে এসেছিলাম। তখন ব্লক কংগ্রেস নেতারা আলোচনা করে দলীয় প্রার্থী হিসাবে আমাকে মান্যতা দেন।”
সাগরদিঘির ব্লক কংগ্রেস সভাপতি অলক চট্টোপাধ্যায় বলেন, “নীচু তলার কংগ্রেস কর্মীরা সহমত হয়ে আলাউদ্দিন শেখকে মেনে নিয়েছেন। এখন কংগ্রেস সঙ্ঘবদ্ধ হয়ে লড়বে।” সাগরদিঘির ২১ নম্বর জেলা পরিষদ আসনেও প্রার্থী বদলের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা। জেলা কংগ্রেস অবশ্য এই দাবি এখনও মানতে রাজি হয়নি। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক দাস অবশ্য বলেন, “ঘোষিত প্রার্থী স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন বলেই সাগরদিঘির এক কেন্দ্রে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তা বলে আর অন্য কোথাও বিকল্প কোনও প্রার্থীকে স্বীকৃতি দেবে না জেলা কংগ্রেস।”
|