প্রস্তাবকের বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
এক কংগ্রেস কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে সাঁইথিয়ার বাতাসপুরের ঘটনা। কংগ্রেসের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলের সর্বক্ষণের কর্মী মহম্মদ সায়ূবের বাড়িতে হামলা চালিয়েছে। তৃণমূল অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে। যদিও কংগ্রেস সাঁইথিয়া থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছে। কংগ্রেসের সাঁইথিয়া ব্লক সভাপতি প্রদীপ সরকার বলেন, “রবিবার রাত দেড়টা নাগাদ তৃণমূলের লোকজন সায়ূবের বাড়ির দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে তাণ্ডব ও লুঠপাট চালায়।” শুক্রবার একই এলাকায় কংগ্রেস প্রার্থী চম্পা বিবির বাড়িতেও হামলায় অভিযুক্ত ছিল তৃণমূল। মহম্মদ সায়ূব ভোটে তাঁরই প্রস্তাবক। ওই মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার জন্য তৃণমূল দু’জনকেই গত কয়েক দিন ধরে হুমকি দিচ্ছিল বলে কংগ্রেসের দাবি। রাতের ঘটনায় আতঙ্কিত মহম্মদ সায়ূব বলেন, “বাড়িতে ঘুমোচ্ছিলাম। হঠাৎই দরজা ভাঙার আওয়াজ। দেখি তৃণমূলের লোকজন হামলা করেছে। কোনও রকমে পালিয়ে প্রাণে বেঁচেছি।” তৃণমূলের ব্লক সভাপতি সাবের আলি খান সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “নিজেরাই এমন কাণ্ড ঘটিয়ে আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছে।” পুলিশ তদন্ত শুরু করেছে।
|
বামপ্রার্থী নেই দু’টি আসনে
নিজস্ব সংবাদদাতা • বীরভূম |
এই প্রথম বীরভূমে জেলা পরিষদের দু’টি আসনে কোনও প্রার্থী দিতে পারল না বামফ্রন্ট। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও মোয় ৪২টি আসনের মধ্যে নানুর ব্লকের দু’টি আসনে বামফ্রন্টের হয়ে কেউ দাঁড়াননি। শুধু তাই নয়, সন্ধ্যার পরে এটাও পরিষ্কার হয়ে যায় যে, জেলার ১৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৪টি কার্যত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দখল করল রাজ্যের শাসকদল তৃণমূল। তার মধ্যে দু’টি পঞ্চায়েত সমিতিতে বামফ্রন্টের কোনও প্রার্থীই নেই। বামেদের অভিযোগ, দলীয়কর্মীদের তৃণমূল প্রাণনাশের হুমকি দেওয়ায় ওই সব আসনে কোনও প্রার্থী দেওয়া যায়নি। বামেদের তোলা সেই তৃণমূলী সন্ত্রাসের অভিযোগকে অবশ্য মানতে চাননি জেলার তৃণমূল নেতৃত্ব। সিপিএমের জেলা সম্পাদক দিলীপ গঙ্গোপাধ্যায় বলেন, “কমরেডরা আমাদের সম্পদ। ভোট আসবে, আবার চলে যাবে। কেউ জিতবে, অন্য জন হারবে। কিন্তু দলীয় কর্মীদের প্রাণের বিনিময়ে আমরা ভোটে প্রার্থী দিতে রাজি নই।” সিপিএমের অভিযোগকে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা চেয়ারম্যান আশিস বন্দোপাধ্যায়। |