তেইশ বছর আগে কাজের খোঁজে পুরুলিয়া থেকে সপরিবার দুর্গাপুরে চলে এসেছিলেন প্রশান্ত গঙ্গোপাধ্যায়। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ঠাঁই খুঁজে নিয়েছিলেন গুরুনানক রোডের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর গ্যারাজে। সামান্য রোজগারে সংসার চলত না। স্ত্রী সবিতা কষ্ট করে রাঁধুনির কাজ জোগাড় করেন। এত দিন পরে উচ্চমাধ্যমিকে
|
বর্ষা গঙ্গোপাধ্যায়।
—নিজস্ব চিত্র। |
উল্লেখযোগ্য নম্বর পেয়ে মা-বাবার সেই পরিশ্রমের দাম দিলেন তাঁদের বড় মেয়ে বর্ষা। বর্ষা আর রূপসা, দুই বোন নেতাজি নগর কলোনি উচ্চবিদ্যালয়ের ছাত্রী। এ বছর উচ্চমাধ্যমিকে ৩৭৭ পেয়েছে বর্ষা। তার বোন পড়ে দ্বাদশ শ্রেণিতে। স্কুল পাশ করার পরে বর্ষার পড়াশোনার খরচ কী ভাবে জোগাড় হবে সেই ভাবনায় চোখে ঘুম নেই বেনাচিতির এক দোকানের কর্মী প্রশান্তবাবুর। তবে বাড়িওয়ালা, ডিভিসির প্রাক্তন কর্মী শান্তিব্রত রায়ের আশ্বাস, যত দিন ইচ্ছা, নিঃসঙ্কোচে তারা এখানে থাকতে পারেন। বড় হয়ে শিক্ষিকা হওয়ার ইচ্ছে বর্ষার। কিন্তু অভাবই সবচেয়ে বড় প্রতিবন্ধক। সে বলে, “কত কষ্ট করে বাবা-মা আমাদের দুই বোনের স্কুলে পড়ার খরচ জোগান। কিন্তু উচ্চশিক্ষার খরচ তো অনেক বেশি। জানি না, কতদিন টানা যাবে!” তার বাবা প্রশান্তবাবু বলেন, “বর্ষার পড়াশোনায় ভীষণ আগ্রহ। আমি চাই ও উচ্চশিক্ষায় শিক্ষিত হোক। কিন্তু আমার পক্ষে পড়াশোনার
সব খরচ জোগানো মুশকিল। কেউ যদি সাহায্য করতে এগিয়ে আসে, তা’হলেই মেয়ের স্বপ্ন সফল হয়।”
|
পাণ্ডবেশ্বরের হরিপুর গ্রাম পঞ্চায়েতে স্বপন মণ্ডল নামে এক তৃণমূল প্রার্থীর বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। এর প্রতিবাদে সোমবার সকালে ৬০ নম্বর জাতীয় সড়কে শোনপুর বাজারি প্রকল্পের কাছে তিন ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। |
স্বপনবাবু পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, সিপিএম নেতা অভিজিৎ কুণ্ডুর নেতৃত্বে তাঁর বাড়িতে রবিবার রাত বারোটা নাগাদ হামলা চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের ছোড়া বোমায় তাঁর বাড়ির অ্যাসবেস্টসের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। পুলিশ অভিযোগের ভিত্তিতে এক জনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। অভিজিৎবাবু জানান, অভিযোগ মিথ্যা।
|
দুর্গাপুর
রবীন্দ্রনাথের উপর পোস্টার প্রদর্শণী। তথ্য কেন্দ্র। সকাল ১১ টা থেকে বিকাল ৫টা।
উদ্যোগ: মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর।
জামুড়িয়া
পালা কীর্তন। রাত ৮টা। রবীন্দ্রনাথ কলোনী। |