রাস্তা বেহাল, তাই দুর্ঘটনা ও যন্ত্রাংশের ক্ষতির আশঙ্কায় দুর্গাপুরে মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকেরা। বাস মালিকদের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার দরবার করেও লাভ হয়নি। এ দিকে, প্রায় দু’সপ্তাহ ধরে মিনিবাস চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন দুর্গাপুর শহরের একটা বড় অংশের মানুষজন। দ্রুত এই পরিষেবা চালু করার দাবি তুলেছেন তাঁরা। মহকুমাশাসক কস্তুরী সেনগুপ্ত অবশ্য সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে পরিস্থিতি সুরাহার আশ্বাস দিয়েছেন।
দুর্গাপুর স্টেশন থেকে মুচিপাড়া, বিধাননগর ও ইস্পাত নগরীর একাংশ হয়ে বেনাচিতির প্রান্তিকা বাসস্ট্যান্ডগামী এই ৮ বি রুটে মিনিবাস চলে প্রায় ৫০টি। বাসগুলি দুর্গাপুর স্টেশন থেকে সিটি সেন্টারগামী রাস্তা ধরে এসে পিসিবিএল মোড় থেকে অন্য রাস্তা ধরে। রাস্তাটি স্টেশন থেকে মুচিপাড়া হয়ে এসবি মোড়ে মিশেছে। রোজই গড়ে প্রতি ১০-১৫ মিনিটে একটি করে মিনিবাস চলাচল করে ওই রাস্তায়। বাস চালকদের অভিযোগ, রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। তার উপর দিয়ে যাত্রীভরা বাস চালালে যন্ত্রাংশের ক্ষতি হয়। এছাড়া যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা তো আছেই। ৮ বি রুটের যাত্রী বিধাননগরের সেক্টর ২ সি এলাকার বাসিন্দা প্রশান্ত সরকার, শ্যামলী সরকারেরা বলেন, “ওই রাস্তাটুকু বাসে বসে থাকা চরম ঝুঁকির। যে কোনও সময় মনে হয় বাস উল্টে যাবে।” মিনিবাস মালিকদের অন্যতম সংগঠন ‘দুর্গাপুর প্যাসেঞ্জার ক্যারিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক কাজল দে বলেন, “বারবার প্রশাসনের কাছে রাস্তা সারানোর আবেদন করেছি। কিন্তু কোনও ফল না পেয়ে শেষ পর্যন্ত মিনিবাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছি আমরা।” |
এমনই দশা রাস্তার। —নিজস্ব চিত্র। |
রাস্তা বেহাল, তাই দুর্ঘটনা ও যন্ত্রাংশের ক্ষতির আশঙ্কায় দুর্গাপুরে মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকেরা। বাস মালিকদের অভিযোগ, প্রশাসনের কাছে বারবার দরবার করেও লাভ হয়নি। এ দিকে, প্রায় দু’সপ্তাহ ধরে মিনিবাস চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন দুর্গাপুর শহরের একটা বড় অংশের মানুষজন। দ্রুত এই পরিষেবা চালু করার দাবি তুলেছেন তাঁরা। মহকুমাশাসক কস্তুরী সেনগুপ্ত অবশ্য সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলে পরিস্থিতি সুরাহার আশ্বাস দিয়েছেন।
দুর্গাপুর স্টেশন থেকে মুচিপাড়া, বিধাননগর ও ইস্পাত নগরীর একাংশ হয়ে বেনাচিতির প্রান্তিকা বাসস্ট্যান্ডগামী এই ৮ বি রুটে মিনিবাস চলে প্রায় ৫০টি। বাসগুলি দুর্গাপুর স্টেশন থেকে সিটি সেন্টারগামী রাস্তা ধরে এসে পিসিবিএল মোড় থেকে অন্য রাস্তা ধরে। রাস্তাটি স্টেশন থেকে মুচিপাড়া হয়ে এসবি মোড়ে মিশেছে। রোজই গড়ে প্রতি ১০-১৫ মিনিটে একটি করে মিনিবাস চলাচল করে ওই রাস্তায়। বাস চালকদের অভিযোগ, রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। তার উপর দিয়ে যাত্রীভরা বাস চালালে যন্ত্রাংশের ক্ষতি হয়। এছাড়া যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা তো আছেই। ৮ বি রুটের যাত্রী বিধাননগরের সেক্টর ২ সি এলাকার বাসিন্দা প্রশান্ত সরকার, শ্যামলী সরকারেরা বলেন, “ওই রাস্তাটুকু বাসে বসে থাকা চরম ঝুঁকির। যে কোনও সময় মনে হয় বাস উল্টে যাবে।” মিনিবাস মালিকদের অন্যতম সংগঠন ‘দুর্গাপুর প্যাসেঞ্জার ক্যারিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক কাজল দে বলেন, “বারবার প্রশাসনের কাছে রাস্তা সারানোর আবেদন করেছি। কিন্তু কোনও ফল না পেয়ে শেষ পর্যন্ত মিনিবাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছি আমরা।” |