বিষক্রিয়ায় অসুস্থ কালনায়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
খাদ্যে বিষক্রিয়া হওয়ায় অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৫০ জন। শনিবার রাতে পূর্বস্থলী ১ ব্লকের পারুলডাঙা এবং কালনা ১ ব্লকের ধাত্রীগ্রামের স্বরাজপুর এলাকার ঘটনা। অসুস্থদের কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পারুলডাঙা এলাকার বলরাম সাহা এবং স্বরাজপুরের শান্তি বসাকের বাড়িতে শনিপুজো হয়। দুই বাড়ির পুজোতেই সিন্নি প্রসাদ বিতরণ করা হয়। স্থানীয়দের দাবি, ওই প্রসাদ খেয়েই অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। অসুস্থরা বমি, পেটে ব্যথা, জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশু, মহিলা এবং যুবক অসুস্থদের তালিকায় রয়েছেন। হাসপাতালে শুয়ে অসুস্থ মন্টু সাহা বলেন, “বলরামবাবুর বাড়িতে প্রসাদ খাওয়ার পরই পেটে ব্যথা শুরু হয়। আমার মত একই উপসর্গ নিয়ে অনেকেই হাসপাতালে ভর্তি।” রবিবার হাসপাতালে অসুস্থদের দেখতে যান রাজ্যের ক্ষুদ্র, কুটির, ভূমি, বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ, মহকুমাশাসক শশাঙ্ক শেঠি, কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল, কালনার এসডিপিও ইন্দ্রজিৎ সরকার-সহ অনেকে। মহকুমা হাসপাতাল সুপার অভিরূপ মণ্ডল জানিয়েছেন, অসুস্থদের অবস্থা আপাতত স্থিতিশীল।
|
পুজোর প্রসাদ খেয়ে গোসাবায় অসুস্থ বহু
নিজস্ব সংবাদদাতা • গোসাবা |
পুজোর প্রসাদ খেয়ে গোসাবার ছোট মোল্লাখালি এবং আশপাশের এলাকার আড়াইশো জন অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার রাতে ছোট মোল্লাখালিতে রক্ষাকালী পুজো হয়। তার প্রসাদ খাওয়ার পরেই রবিবার ভোর থেকে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন গ্রামবাসীরা। সকলে একে একে হাজির হতে শুরু করেন ছোট মোল্লাখালি উপ-স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু সেখানে জায়গা কম থাকায় রোগীদের জন্য স্থানীয় প্রাথমিক স্কুলে শিবির করে চিকিত্সা শুরু হয় বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম দাস মালাকার বলেন, “খাদ্যে বিষক্রিয়ায় গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়েন। সকলেরই চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। আতঙ্কের কিছু নেই।”
|
বান্দোয়ানে ডায়েরিয়া
নিজস্ব সংবাদদাতা • বান্দোয়ান |
এক সপ্তাহ ধরে ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে বান্দোয়ানের হেতাকোল, পারবাইদ গুরুড় মামড়ো প্রভৃতি গ্রামে। বান্দোয়ানের ব্লক স্বাস্থ্য আধিকারিক অবিনাশ বেসরা বলেন, “কয়েকটি গ্রামে ডায়েরিয়া বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। এ পর্যন্ত ১৮ জন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন। আর কিছু অসুস্থ মানুষ গ্রামে রয়েছে। স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে গিয়ে তাঁদের ওষুধ বিলি করছেন।” পারবাইদ গ্রামের কমল মাহাতো, তারা মাহাতো বলেন, “গত কয়েক দিন ধরে বমি, পায়খানার উপসর্গ নিয়ে গ্রামের অনেকেই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন। আবার কেউ কেউ স্থানীয় চিকিত্সকের কাছেও চিকিত্সা করাচ্ছেন।” জল ফুটিয়ে খেতে ও খাবার জিনিসপত্র পরিষ্কার রাখার পরামর্শ দেন স্বাস্থ্য কর্মীরা।
|
শিশু-মৃত্যু, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পুরুলিয়া জেলা সদর হাসপাতালে দু’দিন ১১ জন সদ্যোজাতের মৃত্যুর প্রতিবাদে রবিবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল এসইউসি। ঘটনার তদন্তের দাবিতে তাঁরা একটি পথসভাও করেন। বৃহস্পতিবার ভোর থেকে ২৪ ঘণ্টায় এখানে ৮ শিশুর মৃত্যু হয়। পরের দিন আরও তিন শিশু মারা যায়। স্বাস্থ দফতর খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
|
থ্যালাসেমিয়া আক্রান্ত মেধাবীদের সাহায্য
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
থ্যালাসেমিয়া আক্রান্ত দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে নগদ অর্থ তুলে দিল শিলিগুড়ি থ্যালাসেমিয়া সোসাইটি সদস্যরা। রবিবার শিলিগুড়ির কোর্ট মোড়ে টাউন ক্লাব হলে এক অনুষ্ঠানে ৫০০ থেকে হাজার টাকা পর্যন্ত অর্থ দেম শিলিগুড়ির বিধায়ক রাজ্য স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। থ্যালাসেমিয়া আক্রান্তদের ৫০০ টাকা এবং দুস্থ মেধাবীদের ১ হাজার টাকা করে তাদের পড়াশোনার জন্য তুলে দেওয়া হয়। সকলেই ১০ বছরের কমবয়সী। সংগঠনের তরফে বাপি পাল বলেন, “স্নাতক স্তর পর্যন্ত প্রতি বছর অর্থ সাহায্য করা হবে।” |