টুকরো খবর
গ্রাম পঞ্চায়েতে জোটে কংগ্রেস
জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে একক ভাবে লড়লেও, গ্রাম পঞ্চায়েতে স্থানীয় দলগুলির সঙ্গে জোটের রাস্তা খোলা রাখার সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি জেলা কংগ্রেস। সে কারণে জেলার চা বলয়ের বেশ কিছু পঞ্চায়েত আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল। মনোনয়ন পর্ব মেটার পরে বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে আলোচনা করে জোটের পথে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তৃণমূল বা বিজেপির সঙ্গে জোট রয়েছে এমন আসনে সমঝোতা করা হবে না বলে দলের জেলা নেতৃত্ব জানিয়েছে। রবিবার জেলা পরিষদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে জেলা কংগ্রেস। ৩৭টির মধ্যে ৩২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। বাকি আসনগুলিতে পরে প্রার্থী ঘোষণা করা হবে বলে দল জানিয়েছে। জলপাইগুড়ি জেলা পরিষদের বিরোধী দলনেতা কংগ্রেস সদস্য মোহন শর্মা এ বারেও কালচিনির আসন থেকে লড়বেন, শ্রমিক নেতা মনি ডার্নালকে এ বারে অব্যাহতি দেওয়া হয়। জেলা কংগ্রেস সভাপতি মোহন বসু বলেন, “জেলার চা বলয়ে কংগ্রেস প্রার্থীরা আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোট করতে পারে। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে একক লড়াই হবে। উন্নয়ন ও সুশাসনে বাসিন্দারা কংগ্রেসকেই বেছে নেবে।”

নাবালিকাকে ধর্ষণের চেষ্টা
দশ বছরের বালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রিকশা চালককে গ্রেফতার করল পুলিশ। অসুস্থ ওই বালিকাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ পঞ্চায়েতের কাঁঠালবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। পরের দিন থেকে বালিকাটি হাসপাতালে চিকিৎসাধীন। সালিশি সভা করে বিষয়টি মেটানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। এর পরে শনিবার রাতে মেয়েটির অভিভাবকেরা থানায় অভিযোগ করেন। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুশীল বর্মন। ওই এলাকায় বাড়ি। ঘটনার দিন বাড়ি সংলগ্ন লঙ্কা খেতে নাবালিকাটি যায়। সেখানে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে রিকশা চালককে ধরে পুলিশ।

দাবি আলাদা গোর্খাল্যান্ডের
আলাদা গোর্খাল্যান্ড দাবিতে সোচ্চার ভারতীয় গোর্খা পরিসঙ্ঘ। রবিবার শিলিগুড়ির সেবক রোডে এক ভবনে সংগঠনের তরফে একটি সেমিনারের পরিসঙ্ঘের নেতাদের ঘনিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন। পরিসঙ্ঘের সদস্য তথা গোর্খা লিগের সাধারণ সম্পাদক প্রতাপ খাতি বলেন, “জাতীয় ও রাজ্যস্তরে নেতা মন্ত্রীরা জিটিএ গঠন করে পাহাড়ের সমস্যার সমাধান করে দিয়েছেন বলে যে প্রচার করছেন তা ঠিক নয়। এই সমস্যা মেটেনি। আলাদা রাজ্যই একমাত্র রাস্তা। এই দাবিতে আমাদের প্রচার আন্দোলন চলবে।” সেমিনারে একই সুরে বক্তব্য রাখেন পরিসঙ্ঘের সম্পাদক মনীশ তামাংও।

খাদে মৃত্যু চার জনের
বাঁকের নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে মৃত্যু হল এক পরিবারের চার জনের। রবিবার ঘটনাটি ঘটে কালিম্পং শহর থেকে ১৬ কিমি দূরে তিস্তা বাজার এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম ক্যাথরিন সাঙ্গে লেপচা (৩৮), স্যামুয়েল সাইমন (২৯), কিঞ্জু মিংমা ডোমা সাঙ্গে (২৬), কেলসাং ঘালে শেরপা (২৫)। এরা সকলেই গ্যাংটকের বাসিন্দা। তাঁরা দার্জিলিং থেকে গ্যাংটক ফিরছিলেন। বিকেল সাড়ে চারটে নাগাদ তিস্তা বাজারের কাছে গাড়িটি প্রায় ৪০ ফুট নীচে পড়ে যায় বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে। ঘটনাস্থলেই সকলে মারা যান বলে পুলিশ জানিয়েছে।

শিলিগুড়িতে ট্রাকের ধাক্কায় মৃত্যু মহিলার
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। রবিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির উপকন্ঠে ফুলবাড়ির চুনাভাটি এলাকায়। মহিলা সাইকেলে করে শিলিগুড়ি থেকে ফুলবাড়ির দিকে যাচ্ছিলেন। দশ চাকার ট্রাকটি সামনে থেকে তাকে ধাক্কা মারে। মহিলা সাইকেল থেকে ছিটকে পড়লে ট্রাকের চাকা তাঁরা মাথা পিষে দেয়। ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাত পর্যন্ত রাস্তা ঘেরাও করে রাখেন। তাতে ৩১ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যানজট থাকে। পরে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হয়।

পেশ ভুয়ো হলফনামা
তফসিলি জাতি, উপজাতির শংসাপত্র পেতে ভুয়ো হলফনামা দেওয়ার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগ জানান হল ব্লক প্রশাসনের তরফে। রবিবার ফাঁসিদেওয়া থানায় এ ব্যাপারে অভিযোগ জানানো হয়। এ দিন শিলিগুড়ি মহকুমা প্রশাসনের পক্ষে অভিযান করে ভুয়ো শংসাপত্র পেশ করেছে যারা তাদের চিহ্নিত করা হয়। তার মধ্যে ফাঁসিদেওয়ার বিডিও ১ জন এবং মাটিগাড়ার বিডিও ৫ জনের নামে অভিযোগ দায়ের করেছেন। এ ধরনের কাজ না করতে সতর্ক করেছেন মহকুমাশাসক রচনা ভগত। অন্যথায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তাঁরা। মহকুমাশাসকের নির্দেশে লাগাতার অভিযান চলবে।

দুর্ঘটনায় মৃত তিন
নির্বাচনে প্রচার সেরে ফেরার পথে ট্রাকের ধাক্কায় কামতাপুর পিপলস পাটির (কেপিপি) নেতা-সহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঘটনাটি ঘটে ময়নাগুড়ির জবরামালি গ্রামের ফুলতলিপাড়ায়। মৃতদের নাম খগেন্দ্র নাথ রায় (৪৪), বিক্রম মল্লিক (২৪) এবং ফুলেশ্বর রায় (২৫)। ঘটনার পর চালক ট্রাক ফেলে পালায়।

তৃণমূলের সম্মেলন
ফাঁসিদেওয়ার হেডমুড়ি সিঙ্গিঝোরা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন হল। হেডমুরি সিঙ্গিঝোরা অঞ্চল কমিটি গঠিত হয় এ দিন। ১১ জনের কমিটিতে সভানেত্রী নির্বাচিত হয়েছেন বাবলি কার্জি, সহ সভানেত্রী শম্পা সিংহ, সম্পাদিকা মঞ্জু তিরকে।

মদের ঠেক ভাঙলেন মহিলারা
বাজারের মধ্যে গঁজিয়ে ওঠা বেআইনি মদের ঠেক ভাঙল গ্রামের এক দল মহিলা। রবিবার বিকেলে শামুকতলা থানার ধারসি চৌপথি এলাকায় মহিলারা জড়ো হয়ে মদের ঠেক ভাঙতে শুরু করেন। মদের ঠেক ভেঙে মদের বোতল রাস্তায় ফেলে ভেঙে দেওয়া হয়। মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ধারসি চৌপথি এলাকায় মদের ঠেক গজিয়ে উঠেছে। সন্ধ্যা হলেই মদের আসর বসে ওই ঠেকগুলিতে। মহিলাদের ওই রাস্তা দিয়ে যাতায়াত করা কঠিন হয়ে দাঁড়ায় বলে অভিযোগ। এলাকার অনান্য মদের ঠেক ভাঙতে প্রসাশন উদ্যোগী না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন গ্রামের মহিলারা।

মন্দিরে চুরি
মন্দিরের তালা ভেঙে ঠাকুরের গয়না, জমা টাকা নিয়ে পালাল দুষ্কৃতীরা। শনিবার রাতে জলপাইগুড়ি শহরের রায়কতপাড়ার শনি মন্দিরে ঘটনাটি ঘটেছে। একটি রুপোর মুকুট, হার এবং প্রণামীর বাক্স থেকে ৪ হাজার টাকা নিয়ে গিয়েছে দুষ্কৃতী। মাস কয়েক আগে শহর এবং সন্নিহিত এলাকার ১২টি মন্দিরে চুরি ঘটনা ঘটেছে। পুলিশ সেই চুরির কিনারা করতে পারেনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.