টুকরো খবর
প্রার্থী তালিকায় নতুন মুখের সারি কংগ্রেসে
পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলাপরিষদে কংগ্রেসের প্রার্থী তালিকায় নতুন মুখের সারি। রবিবার জেলা পরিষদের প্রার্থী তালিকা ঘোষণা করল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। এ দিন মুর্শিদাবাদ জেলাপরিষদের ৭০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ দিকে মুর্শিদাবাদে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ জুন। ঠিক তার ২৪ ঘন্টা আগে এবারের পঞ্চায়েত নিার্বচনে জেলাপরিষদের আসনে যারা কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে, তাঁদের নাম ঘোষণা করায় প্রশ্ন উঠেছে, কংগ্রেস কি নিজেদের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ এড়াতেই শেষ মুহূর্তে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল! গত জেলা পরিষদের জয়ী মাত্র তিন জন সদস্য আশিস তেওয়ারি, রেখারানি মণ্ডল, কিসমাতারা চৌধুরী ছাড়া এবারের প্রার্থী তালিকায় নতুন মুখের ছড়াছড়ি। তবে এবার বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শিলাদিত্য চৌধুরীকে জেলাপরিষদের প্রার্থী করা হয়েছে। সেই সঙ্গে গত জেলা পরিষদের সদস্য ছিলেন, যাঁরা বিধানসভায় নির্দল বা কংগ্রেসের প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাঁদের সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় পঞ্চায়েত নির্বাচনে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “গত বার যাঁরা ভাল কাজ করেছে, প্রার্থী তালিকা থেকে তাঁদের কোনও ভাবেই বাদ দেওয়ার প্রশ্ন ছিল না। কিন্তু মহিলা সংরক্ষিত আসন ছাড়াও অন্যান্য সংরক্ষিত আসনে প্রার্থী বাছাই করতে গিয়ে নতুন মুখের উপরে নির্ভর আমাদের করতে হয়েছে। এছাড়া অন্য কোনও কারণ নেই। গত বিধানসভায় যারা কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে, আদর্শগত কারণে আমরা তাঁদের জেলাপরিষদে প্রার্থী করিনি। সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় পঞ্চায়েত নির্বাচনে তাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে।”

বজ্রাঘাতে মৃত্যু ২ জনের
আম পাড়তে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক জনের। বাকি চার জনকে গুরুতর আহত অবস্থায় রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে বাদুড়িয়ার যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের মামুদপুর গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জাহাঙ্গির মণ্ডল (৩৪)। বাড়ি ওই এলাকায়। রবিবার দুপুরে বাড়ির পাশের বাগানে ছেলে আজিজুর মণ্ডল, মেয়ে মোনতাহিনা খাতুন এবং আরও দু’জনের সঙ্গে আম পাড়তে যান জাহাঙ্গির। হঠাত্‌ ঝড়বৃষ্টি শুরু হয়। বাগানের একটি ছোট ঘরে সকলে আশ্রয় নেন। হঠাত্‌ সেখানেই বাজ পড়ে পাঁচ জন ঝলসে যান। ঘটনাস্থলেই মারা যান জাহাঙ্গির। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। অন্য একটি ঘটনায়, নদিয়ার গাংনাপুরের ঘোলা গ্রামে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। রবিবার বিকেলে এই ঘটনায় মৃতের নাম বিধান সরকার (৩৫)। তিনি ঘোলা বাজার এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এ দিন বিকালে বৃষ্টি আসার উপক্রম হওয়ায় জমিতে তিল চাপা দিতে গিয়েছিলেন বিধান। সে সময়ে বাজ পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিধানের। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

এনসিপিতে যোগ দিলেন তৃণমূল নেতা
জাতীয়তাবাদী কংগ্রেস প্রার্থী হিসাবে লড়াইয়ে নামলেন নদিয়ার চাকদহ পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সদস্য অমলেন্দু সরকার। চাকদহ থানার শ্রীনগরের বাসিন্দা অমলেন্দু জেলা পরিষদের ৪২ নম্বর সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। অমলেন্দুবাবু বলেন, “এলাকায় যখন তৃণমূল করার কেউ ছিল না, তখন সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমি মর্যাদা পাই না।” চাকদহের তৃণমূল বিধায়ক নরেশচন্দ্র চাকী বলেন, “বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে যোগাযোগ রাখতেন না অমলেন্দু।” জাতীয়তাবাদী কংগ্রেসের জেলা সভাপতি অভিজিত্‌ দাস বলেন, “অমলেন্দুবাবুকে চাকদহ ব্লকের দায়িত্ব দেওয়া হয়েছে।”

মনোনয়ন জমা নিয়ে সংঘর্ষ ডোমকলে
মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে সর্ংঘষ বাধে ডোমকল বিডিও অফিস চত্বরে। কংগ্রেস ও তৃণমূলের মধ্যে ওই সংঘষের্ ইট ও লাঠির আঘাতে দু’ পক্ষের ৭ জন জখম হয়। আহতদের স্থানীয় মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিত্‌সার পর ছেড়ে দেওয়া হয়। সাতটি মোটর বাইক ও দলীয় শিবিরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। কংগ্রেসের লোকজন সাইকেল চুরি করেছে বলে তৃণমূলের অভিযোগ। কংগ্রেস অভিযোগ অস্বীকার করে।

গাছ থেকে পড়ে মৃত্যু
আম গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক দিন মজুরের। শনিবার দুপুরে নদিয়ায় হরিণঘাটার কুরুমবেলিয়া গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে মৃতের নাম সেলিম বিশ্বাস (৪০)। গুরুতর জখম অবস্থায় তাঁকে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‌সক মৃত বলে জানান।

বাজ পড়ে মৃত্যু
শনিবার বিকালে বাজ পড়ে মারা গেলেন সুদেব নন্দী (৪৪) নামে এক ব্যক্তি। তিনি ভরতপুর থানার আমলাই গ্রামের বাসিন্দা। পুরন্দরপুরের মনসা মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হয় তাঁর।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.