টুকরো খবর |
ইঞ্জিনিয়ারিংয়ে কৃতী কমলেশ চায় অঙ্ক নিয়ে গবেষণা করতে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কমলেশকে সংবর্ধনা।—নিজস্ব চিত্র। |
সদ্য প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং -এ পঞ্চম স্থান পেয়েছে মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের কমলেশ ঘোষ। ছোট থেকেই মেধাবী কমলেশ। পছন্দের বিষয় অঙ্ক। মাধ্যমিক -উচ্চ মাধ্যমিক, জীবনের প্রথম দু’টি পরীক্ষাতেই অঙ্কে একশোয় একশো পেয়েছে সে। ইচ্ছে অঙ্ক নিয়ে গবেষণা করার। আইএসআইয়ের প্রবেশিকা পরীক্ষাতেও ভাল র্যাঙ্ক হয়েছে কমলেশের। আজ, সোমবার ইন্টারভিউ। কমলেশের কথায়, “অঙ্ক খুব ভাল লাগে। ভবিষ্যতে অঙ্ক নিয়ে গবেষণা করতে চাই।” কমলেশের দেশের বাড়ি শালবনির মৌপালে। তবে বছর পনেরো ধরে মেদিনীপুরে বটতলাচকে ভাড়া থাকে তারা। বাবা কার্তিকচন্দ্র ঘোষ প্রাথমিক স্কুলের শিক্ষক। মা মীরাদেবী গৃহবধূ। দিদি মধুমিতা মেদিনীপুর কলেজের দ্বিতীয় বর্ষে পড়ে। কখনই ধরাবাঁধা পড়াশোনো করেনি কমলেশ। অষ্টম শ্রেণি পর্যন্ত গৃহশিক্ষকও ছিল না। সময় পেলেই গল্পের বই পড়েছে। খেলেছে ফুটবলও। তবে লক্ষ্য ছিল একটাই। সেই স্বপ্নপূরণের একটা ধাপ এগিয়ে যেতে পেরে খুশি কমলেশ। ওর কথায়, “ইচ্ছে থাকলে লক্ষ্যপূরণ হবেই। সেখানে কিছুই বাধা হতে পারে না।” রবিবার বটতলাচকের বাড়িতে এসে তাকে সংবর্ধনা দেয় এসএফআই। সংগঠনের জেলা সম্পাদক সৌগত পণ্ডা বলেন, “কমলেশের জন্য আমাদের শুভেচ্ছা থাকল।”
|
শুরু পঞ্চায়েত ভোটের প্রচার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দোরগোড়ায়
বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন শিরোমণি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী নিশীথ সিংহ।
রবিবার ছুটির দিন তিনি পৌঁছে যান ভোটারদের বাড়িতে। ছবি: রামপ্রসাদ সাউ। |
মনোনয়ন -পর্ব শেষ হতে না হতেই শুরু হল বাড়ি বাড়ি প্রচার। শাসক - বিরোধী, দু’পক্ষই ভোট প্রার্থনায় নেমেছে। রবিবার মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির অন্তর্গত শিরোমণি গ্রাম পঞ্চায়েত আসনে তৃণমূল প্রার্থী নিশীথ সিংহ মহাপাত্র তলকুইয়ে প্রচার করেন। কর্মী -সমর্থকদের নিয়ে তিনি পৌঁছে যান ভোটারদের বাড়ি বাড়ি। প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী সূর্য অট্টও। নারায়ণগড়ের একটি আসনে প্রার্থী তিনি। তাঁর কথায়, “রবিবার থেকেই প্রচার শুরু করেছি।”
|
কৃতী -সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল রবিবার। মেদিনীপুর শহরের ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল এবং যুব তৃণমূলের উদ্যোগে এই আয়োজন। অনুষ্ঠানে ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক নির্মলেন্দু দে, তৃণমূলের শহর সভাপতি সুকুমার পড়্যা। তৃণমূল নেতৃত্ব জানান, কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ।
|
তথ্যচিত্রে লিটলম্যাগ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
লিটল ম্যাগাজিন নিয়ে তথ্যচিত্রের শ্যুটিং হল দুই মেদিনীপুরের কিছু এলাকায়। লিটল ম্যাগ যেখানে ছাপা হয়, সেই ছাপাখানা থেকে বিপণন কেন্দ্র, ক্যামেরাবন্দি করা হল সবই। মেদিনীপুর লিটল ম্যাগাজিন অ্যাকাডেমির সম্পাদক ঋত্বিক ত্রিপাঠির কথায়, “এমন তথ্যচিত্র তৈরি হলে লিটল ম্যাগাজিনের প্রসার হবে। বাংলা সাহিত্যও সমৃদ্ধ হবে।”
|
মোটর বাইক উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সম্প্রতি ৬০ নম্বর জাতীয় সড়কের সাহাচকে মাহেন্দর শর্মার মোটর বাইক, মোবাইল ও টাকা নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে সেই বাইক উদ্ধার করল পুলিশ। পাঁচ জনকে গ্রেফতারও করা হয়েছে। |
|