লরিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে যাওয়ায় দু’টি শিশু-সহ জখম হলেন ১৭ জন যাত্রী। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ায় তুলসীবেড়িয়া মোড়ের কাছে মুম্বই রোডে। আহতদের মধ্যে দু’জনকে কলকাতার হাসপাতালে এবং বাকিদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |
চলছে উদ্ধারের কাজ। ছবি: সুব্রত জানা। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেসরকারি বাসটি পূর্ব মেদিনীপুরের বেতা থেকে হাওড়া আসছিল। একশোর বেশি যাত্রী ছিলেন। অনেকে বাসের ছাদেও বসেছিলেন। মুম্বই রোড চওড়া করার কাজ চলছে। সেই কারণে রাস্তার এক পাশে গর্ত করা হয়েছে। বৃষ্টির মধ্যে লরিকে পাশ কাটাতে গিয়ে ওই গর্তে বাসটির চাকা পড়ে যেতেই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার জেরে ঘণ্টা খানেক যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে মুম্বই রোড। একটি লরি থামিয়ে দড়ি জোগাড় করে বাসটি তোলা হয়।
|
স্থানীয় বিধায়ক অন্য জনকে দলীয় টিকিট দেওয়ায় মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেন খানাকুল ২ ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি শিপ্রা মুখোপাধ্যায়। বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। ‘অপমানিত’ শিপ্রাদেবীর দাবি, দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে তিনি মনোনয়নপত্র তুলেছিলেন। বিধায়ক ইকবাল আহমেদই তাঁকে টিকিট দেননি। শিপ্রাদেবী বলেন, “বিধায়ক হয় তো চাননি আমি দাঁড়াই। বিষয়টা দলের রাজ্য নেতৃত্বকে জানাচ্ছি।” ইকবালের প্রতিক্রিয়া, “উনি তো আমার কাছে আসেননি। যিনি এসেছেন তাঁর নাম পাঠিয়েছি।”
|
রাস্তার ধার থেকে এক অজ্ঞাতপরিচয় যুবতীর দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দাদপুরের মধুবন গ্রামে। পুলিশ জানায়, ওই গ্রামের একটি মাঠ-লাগোয়া রাস্তার ধারে বছর তিরিশের ওই মহিলার দেহ পড়ে ছিল। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায়। বিবাহিতা ওই যুবতীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
|
ঘুমের ওষুধ স্প্রে করে চুরির ঘটনা ঘটল পাণ্ডুয়ার বৈঁচিগ্রামের উত্তরপাড়ায়। শনিবার রাতে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, জানলা দিয়ে ঘুমের ওষুধ স্প্রে করেছিল দুষ্কৃতীরা। |