গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা |
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হরিদেবপুর থানা এলাকার ঢালিপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মানসীদেবী সাহু (৩৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঢালিপাড়ায় মানসীদেবী সপরিবার একটি ভাড়া বাড়িতে থাকতেন। এ দিন সকাল ৭টা নাগাদ তাঁর ঘর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানসীদেবীর ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই ওই মহিলা আত্মঘাতী হয়েছেন। ঘটনাস্থল থেকে অবশ্য কোনও সুইসাইড নোট মেলেনি বলে পুলিশ জানিয়েছে।
|
যন্ত্র-বিভ্রাটে ফিরল বিমান |
কলকাতা থেকে ওড়ার কিছু পরেই ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায় রবিবার সন্ধ্যায় এয়ার এশিয়ার একটি বিমান ফিরে আসে। বিমানবন্দর সূত্রের খবর, সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বিমানটি দমদম থেকে কুয়ালা লামপুরের উদ্দেশে রওনা হয়। বিমানে ১৪৪ জন যাত্রী ছিলেন। কিছু দূর যাওয়ার পরে ইঞ্জিনে গোলযোগের আঁচ পান পাইলট। সঙ্গে সঙ্গে তিনি কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি-কে বিষয়টি জানান। সন্ধ্যা ৭টা নাগাদ বিমানটি নির্বিঘ্নেই দমদমে অবতরণ করে। গভীর রাত পর্যন্ত মেরামতির কাজ চলে। বিমানবন্দর জানায়, সারাইয়ের পরে ওই বিমানই যাত্রীদের কুয়ালা লামপুরে নিয়ে যাবে।
|
দমদমের আদর্শনগরে রবিবার রাতে একটি তথ্যপ্রযুক্তি সংস্থা থেকে কাজ সেরে ফেরার পথে শ্লীলতাহানির শিকার হলেন এক তরুণী। পুলিশ জানায়, রাত ১০টা নাগাদ বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছে যশোহর রোডে কেউ বা কারা পিছন থেকে এসে তাঁর মুখ চেপে ধরে বলে ওই তরুণী অভিযোগ করেছেন। তিনি চিৎকার শুরু করায় দুষ্কৃতীরা পালায়। পুলিশ তাদের ধরতে পারেনি। এই ঘটনায় রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল।
|
বেহালা চৌরাস্তায় এক অটোচালকের বিরুদ্ধে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় এক দল যুবক-যুবতী ডায়মন্ড হারবার রোডের ধারে দাঁড়িয়ে ছিলেন। একটি অটো তাঁদের পোশাকে রাস্তায় জমে থাকা কাদাজলের ছিটিয়ে দেয়। অটোচালকের সঙ্গে তাঁদের বচসা বাধে। অটোচালক এক যুবককে মারে এবং এক যুবতীকে ধাক্কা দেয় বলে অভিযোগ। রাতে সঞ্জয় সিংহ নামে ওই অটোচালক গ্রেফতার হয়। |