এ বার সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে পা রাখল রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থা সেল। তাদের দাবি, নতুন প্রজন্মের অনেকেই এখন এ ধরনের ওয়াবসাইটে সময় কাটান। তাই অন্য্যন্য সংস্থা এবং সাধারণ ক্রেতার কাছে নিজের ব্র্যান্ডকে তুলে ধরতে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। |
বাজারে এল ব্ল্যাকবেরির নয়া স্মার্ট ফোন কিউ-১০। ক্রেতার পছন্দের কথা মাথায় রেখে টাচ স্ক্রিন এবং কোয়ার্টি কি প্যাড, দু’টি সুবিধাই রাখা হয়েছে ফোনটিতে। রয়েছে ব্ল্যাকবেরি-১০ সফটওয়্যার ব্যবহারের সুবিধা। দাম ৪৪,৯৯০ টাকা। |
নতুন ওয়াই-ফাই রাউটার আনল লালানি ই-টেক সিটি। এই টাটা ফোটন রাউটার একই সঙ্গে ট্যাবলেট, স্মার্ট ফোন, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদিতে ব্যবহার করা যাবে বলে সংস্থার দাবি। যার মাধ্যমে তারবিহীন ইন্টারনেট পরিষেবা পাবেন গ্রাহক। |