এক বধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী, শ্বশুর, শাশুড়ি-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। শনিবার মহম্মদবাজারের খয়রড়াকুড়ি গ্রামের ঘটনা। নিহতের নাম সান্ত্বনা ঘোষ (২৪)। অভিযুক্তেরা পলাতক। একই থানার সেকেড্ডা গ্রামের দিলীপ ঘোষের মেয়ে সান্ত্বনার সঙ্গে বিয়ে হয়েছিল খয়ড়াকুড়ির ভগীরথ ঘোষের ছেলে কার্তিক ঘোষের। নিহতের বাবা লিখিত অভিযোগে দাবি করেছেন, শ্বশুরবাড়ির লোকজন তাঁর মেয়ের উপরে নির্যাতন করতেন। শনিবার তারাই মেয়ের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়। সিউড়ি সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওই বধূর মৃত্যু হয়।
|
শনিবার সকালে দুবরাজপুরের পদুমা পঞ্চায়েতের ঘোগা গ্রামে কিছু তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। সিপিএমের দাবি, শুক্রবার সিউড়ি মহকুমাশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়ে এসেছিলেন ঘোগা আদিবাসী পাড়ার এক প্রার্থী। তাঁর যে উপস্থাপক ছিলেন তাঁকেই শনিবার ওই পাড়া থেকে তুলতে এসেছিল তৃণমূলের লোকেরা। সেটা প্রতিহত করতে গিয়েই দু’ পক্ষের হাতাহাতি হয়। |