লার্জ হ্যাড্রন কোলাইডার (এলএইচসি)-র থেকেও বড় আকারের একটি কোলাইডার যন্ত্র বানাতে চলেছে সার্ন। ইন্টারন্যাশনাল লিনিয়র কোলাইডার (আইএলসি) নামে এই কোলাইডারটি প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ হবে। সার্ন-এর প্রোজেক্ট লিডার লিন ইভান যিনি আইএলসি-র হয়েও কাজ করবেন জানালেন, এই কোলাইডারের নাম দেওয়া হয়েছে ‘আইনস্টাইনের দূরবীন’। সার্ন-এ অবস্থিত ২৭ কিলোমিটার দীর্ঘ এলএইচসি-র কর্মক্ষমতা যথেষ্ট কম ছিল বলে মনে করেন ইভান। তাঁর দাবি এলএইচসি এমন ভাবে তৈরি করা হয়েছিল যে তাতে প্রতি ১০০ কোটি কণার সংঘর্ষে একটি মাত্র হিগস বোসন কণা তৈরির সম্ভাবনা রয়েছে। কিন্তু আইএলসি এমন ভাবেই তৈরি করা হচ্ছে যাতে লক্ষ লক্ষ হিগস বোসন কণা তৈরি করা যায় অনেক কম সংঘর্ষেই। ইভান জানিয়েছেন, সম্ভবত জাপানেই তৈরি হতে চলেছে আইএলসি।
|
বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়িতে রবিবার হামলা চালাল দুষ্কৃতীরা। এ দিন দুপুরে হাসানুলের বাড়িতে পর পর চারটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। আসবাবপত্রের ক্ষতি হলেও কেউ হতাহত হননি। |