বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অনলাইনে বিভিন্ন কলেজের স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হবে ১৭ জুন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের পরিদর্শক দেবকুমার পাঁজা এ কথা জানান। তিনি বলেন, “কিছু কারিগরি সমস্যার জন্য অনলাইনে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া সাত দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।” উল্লেখ্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বর্ধমান, বীরভূম, হুগলি ও বাঁকুড়া জেলার প্রায় ৯০টি কলেজের বিভিন্ন বিষয়ে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল ১০ জুন থেকে।
|
আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মেমারির বিটরা গ্রামে শনিবার রাতের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরেশ দাস নামে ওই যুবকের থেকে গুলি ভর্তি পাইপগান আটক করেন গ্রামবাসীরা। পরেশের বাড়ি স্থানীয় রক্ষাপুরে। গ্রামবাসীদের দাবি, সিপিএমের সমর্থক পরেশবাবু গ্রামে উত্তেজনা সৃষ্টি করতে চাইছিলেন। |