প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের সামনে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন অন্ডাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শশী চৌবে-সহ শ’খানেক কর্মী। রামপ্রসাদপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অভিজিৎ বসু ও পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলের জ্যোতিষ চৌবেও কংগ্রেসে যোগ দিয়েছেন। তৃণমূল পরিচালিত অন্ডাল গ্রাম পঞ্চায়েতের একবার প্রধান এবং দু’বার উপপ্রধান নির্বাচিত হয়েছিলেন শশীবাবু। তাঁর বক্তব্য, দলে গণতন্ত্র নেই বলেই এই সিদ্ধান্ত। প্রদীপবাবু জানান, শশী চৌবে কংগ্রেসের হয়ে পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূলের অন্ডাল ব্লক সভাপতি কাঞ্চন মিত্র বলেন, “এই ঘটনায় দলের থেকে অনেক বেশি ক্ষতি শশীবাবুর নিজেরই হবে। দল তাঁকে সম্মান দিয়েছিল।”
|
বেআইনি অস্ত্র তৈরির কারখানা থেকে ধৃত চার জনের জামিন নামঞ্জুর করে শনিবার তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল দুর্গাপুর মহকুমা আদালত। দুর্গাপুরের নঈমনগরে ওই কারখানায় উদ্ধার হয় বহু আগ্নেয়াস্ত্র ও যন্ত্রাংশ। গ্রেফতার করা হয় তিন কর্মী মহম্মদ রিজাওয়ান, মহম্মদ কাইলু, মহবুব আলি এবং ওই বাড়ির মালিক শেখ সাগিরকে। তবে মূল অভিযুক্ত ফিরোজ হাসান পলাতক। পুলিশ তার খোঁজ করছে।
|
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায় জিতল হরিপুর সিএ। রবিবার রেলমাঠের এই খেলায় তারা রানিগঞ্জ অশোক সঙ্ঘকে ৯ রানে হারায়। হরিপুর প্রথমে ব্যাট করে সব উইকেট খুইয়ে ১০৫ রান করে। জবাবে ৯৬ রানের বেশ করতে পারেনি অশোক সঙ্ঘ।
|
দুর্গাপুর
বিবেকানন্দের উপর পোস্টার প্রদর্শণী। তথ্য কেন্দ্র। সকাল ১১ টা থেকে বিকাল ৫টা। উদ্যোগ: মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর।
আসানসোল
অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতা। রেলমাঠ। সকাল আটটা। |