আর রাজ্য সরকারের অপেক্ষায় না থেকে রায়গঞ্জে এইম্স-এর ধাঁচে হাসপাতাল গড়তে এ বার নগদ টাকায় জমি কিনতে চায় কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদ শনিবার এ কথা জানিয়েছেন।
হোমিওপ্যাথি সংক্রান্ত একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শনিবার কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সেখানেই কথা প্রসঙ্গে তিনি জানান, ইতিমধ্যে ছ’টি রাজ্যে এইম্স ধাঁচের হাসপাতাল হয়ে গিয়েছে। প্রতিটি রাজ্যই এর জন্য নিখরচায় জমি দিয়েছে। ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ। পশ্চিমবঙ্গের রায়গঞ্জ ও উত্তরপ্রদেশের রায়বরেলীতে হাসপাতাল নির্মাণ তাই পিছিয়ে গিয়েছে। উত্তরপ্রদেশ সরকারও শেষ পর্যন্ত জমি দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনও হেলদোল নেই।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কথায়, “আগের বাম সরকারও রায়গঞ্জে জমি অধিগ্রহণ করেনি। তার পরে তৃণমূল সরকার তো রায়গঞ্জে হাসপাতাল হোক, সেটাই চায় না। তারা কলকাতার কাছাকাছি কোনও জায়গায় এটা করতে চায়। কিন্তু সেটা ঠিক হবে না। কলকাতায় অনেক বড় বড় হাসপাতাল রয়েছে। কিন্তু উত্তরবঙ্গ এমনিতেই চিকিৎসা পরিষেবায় পিছিয়ে। তা ছাড়া, কলকাতা থেকে উত্তরবঙ্গের দূরত্বও অনেক। তাই উত্তরবঙ্গেই উন্নত হাসপাতাল হওয়া দরকার।” নিখরচায় জমি পাওয়া না গেলেও কেন্দ্রীয় সরকার যে এই পরিকল্পনা থেকে পিছু হঠতে চায় না, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এ দিন তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, “বিনামূল্যে জমি না পেলেও ক্ষতি নেই। রায়গঞ্জে জেলা পরিষদের মাধ্যমে ইতিমধ্যে হাসপাতালের জন্য জমি চিহ্নিত হয়েছে। আমরা জেলা পরিষদকে জানিয়েছি, জমির জন্য ১৫ কোটি টাকা দেওয়া হবে। কৃষকদের সঙ্গেও কথা হয়ে গিয়েছে। জমি কিনেই আমরা রায়গঞ্জে এইম্স ধাঁচের হাসপাতালটি গড়ব।” |
উত্তর দিনাজপুর জেলা পরিষদ কংগ্রেসের দখলে। সভাধিপতি মোক্তার আলি সর্দার জানান, বাম আমলেই পানিশালায় ১১০ একর জমি এইম্স ধাঁচের হাসপাতালের জন্য চিহ্নিত হয়। কিন্তু সরকার তা অধিগ্রহণ করেনি। তৃণমূল আমলেও তা না-হওয়ায় কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সি কেন্দ্রকে একাধিক চিঠি লেখেন। তার পরিপ্রেক্ষিতেই আড়াই মাস আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জেলা পরিষদে চিঠি দিয়ে পানিশালার ওই জমির ব্যাপারে জানতে চায়। জমি কেনার জন্য ১৫ কোটি টাকা দেওয়া হবে বলেও জানানো হয়। সভাধিপতির কথায়, “জেলা পরিষদ কেন্দ্রকে জানিয়েছে, ওই জমির মালিক ৮০-৮৫ জন কৃষক। হাসপাতাল গড়ার জন্য তাঁরা সবাই জমি দিতে রাজি। তবে ১৫ কোটি টাকায় হবে না, প্রায় ২২ কোটি টাকা লাগবে ওই জমি কিনতে।”
তবে এই ব্যাপারে রাজ্যের অবস্থান যে বদলায়নি, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতিক্রিয়ায় তা স্পষ্ট। এ দিনও তিনি বলেন, “হাসপাতালের জন্য আমরা কল্যাণীতে জমি বাছাই করে রেখেছি। আমরা বলছি না যে রায়গঞ্জে কখনও হাসপাতাল হবে না, কিন্তু প্রথমটি কল্যাণীতেই হবে।” কিন্তু কেন্দ্র যদি কল্যাণীতে ওই হাসপাতাল গড়তে রাজি না হয়? চন্দ্রিমাদেবীর উত্তর, “কেন্দ্র যে কল্যাণীতে হাসপাতাল গড়তে চায় না, রায়গঞ্জেই চায়, সেটা আগে লিখিত ভাবে জানাক। তার পরে ভাবা যাবে।”
গুলাম নবি আজাদ এ দিন আরও জানান, দেশের অর্ধেক হাসপাতালে অ্যালোপ্যাথি-র পাশাপাশি হোমিওপ্যাথি, ইউনানি, সিদ্ধা ও আয়ুর্বেদ চিকিৎসার ব্যবস্থা করতে চায় কেন্দ্র। কিছু দিনের মধ্যেই দেশে আটটি জাতীয় স্তরের স্বাস্থ্য প্রতিষ্ঠান তৈরি করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
তা ছাড়া জানিয়েছেন, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, ইউনানি ওষুধের মান ঠিক রাখতে ‘সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল ফর আয়ুষ’ তৈরি করা হচ্ছে। হোমিওপ্যাথিক ওষুধ তৈরির জন্য গড়া হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন ফার্মাসিউটিক্যালস কর্পোরেশন।
|