মহেন্দ্র সিংহ ধোনিদের চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা বেশ ভাল হল। ডেল স্টেইন না খেললেও দক্ষিণ আফ্রিকাকে হারানো যে-কোনও দিনই যথেষ্ট কৃতিত্বের। তবে আমি ধোনিদের একটা কথা মনে করিয়ে দিতে চাই। সাফল্য উপভোগ করো, কিন্তু বেশি নয়। মনে রেখো, সামনেই কিন্তু ক্রিস গেইল আসছে।
ইংল্যান্ডের যা উইকেট দেখছি, তাতে তো ভারতকেই ফেভারিট ধরতে হবে। মোটামুটি পাটা উইকেট। বল টার্নও করছে। এই ধরনের উইকেট আমাদের ‘নেক্সট জেন’ ব্যাটিং যে প্রবল পছন্দ করবে, কোনও সন্দেহ নেই। কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ টিমটা আগের মতো নয়। ওরা টেস্ট ক্রিকেটে ভাল না হলেও সীমিত ওভারের ক্রিকেটে বেশ ভাল। টি টোয়েন্টিতে ভয়ঙ্কর। ওয়ান ডে-তেও খারাপ নয়। গেইল, পোলার্ড, সারওয়ান, ব্রাভো, নারিনরা যে টিমে থাকে, তাদের সহজ ভাবে নেওয়ার কোনও উপায় আছে? এটা ঠিক যে ওয়ান ডে-তে ‘গ্রাফটিং’ বলে একটা ব্যাপার আছে। মানে, একটা সময় পর্যন্ত ধরে খেলতে হয়। সে দিক থেকে গেইলদের টিমে ‘গ্রাফটিং’ করার লোক কম। ওরা পছন্দ করে মারকুটে ব্যাটিং। চোখধাঁধানো কিছু শট মারা। যা দিয়ে ওয়ান ডে-তে খুব লাভ হয় না। কিন্তু গেইল বা পোলার্ডের পনেরো ওভার টিকে যাওয়া মানেও আবার ম্যাচের পঁচাত্তর শতাংশ শেষ। পোলার্ডের চেয়েও বেশি করে গেইল। |
গেইলকে আটকানোর জন্য আমি একটা টোটকা দিতে চাই ধোনিকে। শুরুতেই অশ্বিনকে আনো। অফস্টাম্প লাইন ধরে ও অফস্পিন করে যাক। গেইল শুরুর দিকে একটু নড়বড়ে থাকে। বলের লাইন মাঝেমধ্যে মিস করে। ওই সময়েই ওকে ফেরাতে হবে। ধোনি আর এক দিক থেকে আনুক ভুবনেশ্বর কুমারকে। ওকে বলা হোক, টানা ইনসুইং করে যেতে। একদম শুরুতেই গেইলকে ফেরাতে হবে। একবার টিকে গেলে, কপালে কী থাকবে বলে দেওয়ার দরকার নেই। আর একটা কথা মনে রাখতে হবে। ভারত যেমন পাটা উইকেটে দুর্দান্ত ব্যাটিং করছে, গেইলও কিন্তু ওই একই উইকেট পাবে। যে উইকেট ওর খুবই পছন্দ।
আসলে এই ওয়েস্ট ইন্ডিজ টিমটা কেমন জানেন? অনেকটা পাকিস্তানের মতো। নিজেদের দিনে যে কোনও টিমকে শেষ করে দেবে। আবার খারাপ দিনে দুর্বল প্রতিপক্ষের কাছেও হেরে বসবে। ওদের টিমের সঙ্গে এই অনিশ্চয়তাটা আছে বলেই টুর্নামেন্টে ওদের ডার্ক হর্স হিসেবে ধরা হচ্ছে। অনেকে বলবেন, ওয়ান ডে-তে ওয়েস্ট ইন্ডিজ ইদানীং করেছেটা কী? গেইল তো বাদও পড়েছিল। কিন্তু আমি তাঁদের দলে নাম লেখাতে রাজি নই। বরং ভারত নিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসীদের একটা ব্যাপার মনে করিয়ে দিতে চাইব।
ডে’ভিলিয়ার্সদের বিরুদ্ধে ইশান্তদের বোলিংটা দেখেছেন? ও রকম ভুলভ্রান্তি গেইলের কাছে ক্ষমা পাবে তো? |