টুকরো খবর
মেঘালয়ে দুই বালিকার নিগ্রহ নিয়ে রিপোর্ট
দুই বালিকার যৌন নিগ্রহ এবং পুলিশি হেফাজত থেকে অভিযুক্তের পালিয়ে যাওয়ার ঘটনায় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনে (এনসিপিসিআর) রিপোর্ট জমা দিল শিলং প্রশাসন। কয়েকদিন আগে মেঘালয়ে গিয়ে ওই অভিযোগ নিয়ে তদন্ত করেন এনসিপিসিআর প্রতিনিধিরা। রাজ্য পুলিশের ডিজি প্রেম সিংহের প্রাথমিক রিপোর্ট অসম্পূর্ণ বলে জানিয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে ওই ঘটনার বিষয়ে জানাতে বলা হয়েছিল। প্রশাসনিক সূত্রের খবর, মুখ্য সচিব ডব্লিউএমএস পারিয়ত তাঁর রিপোর্ট এনসিপিসিআর-এর কাছে জমা দিয়েছেন। তাতে ওই ঘটনার কথা জানানোর সঙ্গে সরকার এ নিয়ে কী ব্যবস্থা নিয়েছে তারও উল্লেখ রয়েছে। প্রশাসন জানিয়েছে, অভিযোগকারিণী দুই বালিকার পশাশোনার দায়িত্ব নিয়েছে প্রশাসন। তাদের স্কুলেও ভর্তি করানো হয়েছে। তা ছাড়া, ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে ওই দুই বালিকার পরিবারকে। দু’জনের নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।

সীমানায় উঠল অবরোধ
নাগিনীজান চা বাগানের বিতর্কিত জমি নিয়ে অসম-নাগাল্যান্ড সীমানায় অবরোধ আংশিক উঠেছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, কয়েক দফা শান্তি বৈঠক এবং অসম প্রশাসনের অনুরোধে, আদিবাসী ছাত্র সংগঠন (আসা) ৩৯ নম্বর জাতীয় সড়কের বোকাজান ও ৩৬ নম্বর জাতীয় সড়কের ডকমোকায় অবরোধ উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অবরোধের জেরে বোকাজানের ডিমাপুরে শ’দুয়েক পণ্যবাহী ট্রাক আটকে পড়েছিল। ‘আসা’ অবরোধ তুললেও ‘আটসা’ মককচং-মরিয়ানি রোডে অবরোধ চালিয়ে যাচ্ছে। নাগিনীজান চা বাগানের এক শ্রমিককে নাগারা গুলি করে করেছে বলে অভিযোগের জেরে যোরহাট, গোলাঘাট এবং শিবসাগর জেলায় অসমের আদিবাসী ছাত্র সংস্থা (আসা), চা শ্রমিক সংস্থা (আটসা) নাগাল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ শুরু করেছিল।

ছত্তীসগঢ়ে নিহত মাওবাদী কম্যান্ডার
পুলিশ ও মাওবাদীদের মধ্যে গুলি বিনিময়ে এক মাওবাদী নিহত হয়েছেন। ছত্তীসগঢ়ের রাজনন্দগাঁওয়ের ঘটনা। পুলিশ সূত্রের খবর, ওই ব্যক্তির নাম উধম সিংহ। তিনি মহলা মানপুর এলাকার লোকাল অপারেটিং স্কোয়াডের কম্যান্ডার ছিলেন। তাঁর মাথার দাম দু’ লক্ষ টাকা বলে ঘোষণা করেছিল ছত্তীসগঢ় পুলিশ। গত কয়েক দিন ধরেই ছত্তীসগঢ়-মহারাষ্ট্র এলাকায় মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল ছত্তীসগঢ় ও ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের যৌথ বাহিনী। রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার জানিয়েছেন, শনিবার মানপুরের বুকমার্কা পাহাড়ি জঙ্গল এলাকায় তল্লাশি চালানোর সময়ে পুলিশকে লক্ষ্য করে হঠাৎই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা গুলি চালায় পুলিশও। দু’পক্ষের গুলি বিনিময়ের মধ্যেই নিহত হন উধম। তাঁর কাছ থেকে একটা এসএলআর, একটি ইনসাস রাইফেল ও দু’টো বন্দুক ও বেশ কয়েকটি ডিটোনেটর উদ্ধার করেছে পুলিশ।

সম্মতি রাজুর
দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পাঠ্যক্রম চার বছরের করার সিদ্ধান্ত নিয়ে যে বির্তকের সূত্রপাত হয়েছিল তারই প্রেক্ষিতে শনিবার মুখ খুললেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী এম এম পল্লম রাজু। সাংবাদিকদের তিনি জানালেন, প্রস্তাবিত পাঠ্যক্রম নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীনেশ সিংহের কাছ থেকে যথেষ্ট সন্তোষজনক উত্তর পাওয়ার পরই পাঠ্যক্রম চালু করার অনুমতি দেওয়া হয়েছে। তিনি এও জানালেন, প্রস্তাবিত পাঠক্রম চালু করার বিষয়ে তদারকি করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিশেষজ্ঞদের একটি কমিটি তৈরি করেছেন। দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলিতেও স্নাতক স্তরের পাঠ্যক্রম চার বছরের করার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

৪টি রাইফেল নিয়ে উধাও জওয়ান
একাধিক রাইফেল-সহ মণিপুর রাইফেলস-এর এক জওয়ান নিখোঁজ হয়েছেন। পুলিশ জানায়, তাঁর নাম জামখোকাল লুফো। তামেংলং জেলার চিংফুটুং গ্রামে রেললাইন প্রকল্পের প্রহরার দায়িত্বে ছিলেন লুফো। আজ সেনা-চৌকি থেকে ওই জওয়ান নিখোঁজ হয়ে যান। পরে জানা যায় নিজের একে ৪৭ রাইফেল ছাড়াও তিনি একটি ইনসাস এবং দুটি এসএলআর রাইফেল নিয়ে গিয়েছেন। প্রশাসনিক সূত্রের খবর, এর আগেও কয়েকটি ঘটনায় বাহিনীর রাইফেল নিয়ে কয়েকজন জওয়ানের জঙ্গি-দলে যোগ দেওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, এ ক্ষেত্রেও তা হতে পারে।

বরখাস্ত বিধায়করা
অন্ধ্রপ্রদেশ সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ায় কংগ্রেস ও তেলুগু দেশমের ১৫ জন বিধায়কের সদস্য পদ খারিজ করলেন স্পিকার নাদেন্দলা মনোহর। দলের নির্দেশ না মেনে গত মার্চে কিরণকুমার রেড্ডি সরকারের বিরুদ্ধে আনা তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন তাঁরা।

পলামুতে ধৃত মাওবাদী
পলামুর পাঁকি থানা এলাকা থেকে মাওবাদীদের এক প্রাক্তন আঞ্চলিক কমাণ্ডারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম দুখী শ ওরফে জাকির। গয়া, পলামু, চতরা জেলায় তার বিরুদ্ধে একাধিক খুন, তোলাবাজির অভিযোগ রয়েছে।

দুই শিশুকে মেরে আত্মঘাতী মা
নিজের দুই সন্তানকে পুড়িয়ে মেরে আত্মঘাতী হলেন মা। ঘটনাটি ঘটে রাজস্থানের একটি গ্রামে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার নাম ললিতা (২৫)। শনিবার রাতে ললিতা প্রথমে তাঁর আড়াই বছরের মেয়েকে ও এক বছরের ছেলেকে পুড়িয়ে মারেন। এর পরেই তিনি নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন। ঘটনার সময় তাঁর স্বামী রাজকুমার মালি বাইরে ছিলেন। কিন্তু ঘরের মধ্যে আগুন জ্বলতে দেখে রাজকুমার ছুটে যান তাঁদের বাঁচাতে। যদিও ততক্ষণে খুবই দেরি হয়ে গিয়েছে। রাজস্থানের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও দুটি শিশুকে তখনই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

মাওবাদী মোকাবিলায় কেন্দ্র ব্যর্থ: বিজেপি
মাওবাদী নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ইউপিএ সরকারকে একহাত নিয়েছে বিজেপির জাতীয় কর্মসমিতি। শনিবার এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, সন্ত্রাস নিয়ন্ত্রণে সঠিক নীতি গ্রহণে ব্যর্থ কেন্দ্র। তারা সন্ত্রাসকে সাম্প্রদায়িক রং দিয়েছে। এমনকী বিরোধীদের অপদস্থ করার কাজেও সন্ত্রাকে ব্যবহার করেছে। ছত্তীসগঢ়ে সম্প্রতি মাওবাদী হামলায় কংগ্রেসর বেশ কয়েক জন নেতা হতাহত হয়েছে। বিজেপির অভিযোগ, সন্ত্রাস তোষামোদের নীতিরই মাসুল দিতে হয়েছে কংগ্রেসকে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.