রফতানি বাজারে ভাটার টান। অথচ দেশে চাহিদা ঊর্ধ্বমুখী। তার উপর আবার ছোট ও মাঝারি শিল্প হিসেবে খাদ্য প্রক্রিয়াকরণকে গুরুত্ব দিচ্ছে রাজ্য। এই তিনটি বিষয় মাথায় রেখেই আলুর পাউডার ও তা থেকে তৈরি প্রক্রিয়াজাত খাবার শিল্পে বিনিয়োগ বাড়াচ্ছে পৈলান গোষ্ঠী। গোষ্ঠীর চেয়ারম্যান অপূর্ব সাহার দাবি, দেশে এখন দিনে ১২ হাজার প্যাকেট আলু-পাউডারের চাহিদা থাকলেও, তাঁরা জোগান দেন মাত্র চার হাজার। ফলে এই বাজারের সম্ভাবনা বিপুল। তিনি জানান, আলুর বিভিন্ন ধরনের তৈরি খাবারও (রেডি-টু-ইট) জুলাইয়ে বাজারে আনছেন তাঁরা। এ জন্য ধনেখালির কারখানা সম্প্রসারণে লগ্নি করা হয়েছে ৪৫ কোটি টাকা। পেপসি-র মতোই এ রাজ্যের কৃষকদের কাছে কাঁচামাল হিসেবে আলু কেনে পৈলান। তাদের দাবি, বাজার দরের তুলনায় বেশি দর দেয় তারা। চলতি অর্থবর্ষে ১০০টি নিজস্ব বিপণন কেন্দ্র খোলারও পরিকল্পনা আছে তাদের।
|
বন্ধ হয়ে গেল উত্তর হাওড়ার হনুমান জুট মিল। কাজ হারালেন প্রায় সাড়ে তিন হাজার কর্মী। এ দিন কর্মীরা কাজে যোগ দিতে এসে দেখেন, উৎপাদন কম হওয়া ও কর্মীদের বিশৃঙ্খল আচরণের কারণ দেখিয়ে অনির্দিষ্ট কাল কাজ বন্ধের নোটিশ ঝুলিয়েছেন কর্তৃপক্ষ। যদিও কর্মীদের অভিযোগ, মালিকপক্ষ প্রায় ১৩,০০০ কর্মীকে সাড়ে তিন হাজারে নামিয়ে এনেছেন। সংস্থাই কাঁচামালের জোগান দিতে না-পারায় উৎপাদন কমেছে। এর প্রতিবাদে স্থানীয় তৃণমূল বিধায়ক অশোক ঘোষ বলেন, “এই আচরণ মানা যায় না। চটকল খোলা নিয়ে মালিকের সঙ্গে কথা বলব।”
|
এ বার গত দু’বছর ধরে ব্রিটেনে আয়কর জমা না-দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়ল ভোডাফোন। ব্রিটিশ টেলি বহুজাতিকটির বার্ষিক রিপোর্টে প্রকাশ, অন্যান্য কর দিলেও, আয়কর জমা দেয়নি তারা। |