যে সব শিক্ষক নবম শ্রেণি বা তার থেকে উঁচু ক্লাসে পড়ান না, সরাসরি তাঁরা বিএড করতে পারবেন না বলে জানিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সার্কুলার পাঠাল উচ্চশিক্ষা দফতর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪৫টি কলেজে বিএড পড়তে চেয়ে আবেদন জানিয়েছিলেন ২০,৬০০জন। তাঁদের মধ্যে ৪২০০ জনকে বেছে নিয়ে শুক্রবার মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইউজি কাউন্সিলের সচিব শ্যামাপ্রসাদ দে বলেন, “সম্প্রতি রাজ্য উচ্চ শিক্ষা দফতরের এক সার্কুলারে বলা হয়েছে, যে শিক্ষকেরা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ান, তাঁদের দূরশিক্ষার মাধ্যমে বিএড প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। তাই বিশ্ববিদ্যালয়গুলি যেন সরাসরি এদের বিএড প্রশিক্ষণ না দেয়। তাই আমরা ঠিক করেছি, যে শিক্ষকেরা আমাদের ৪৫টি কলেজের মাধ্যমে বিএড প্রশিক্ষণ নিতে চান, তাঁরা যে অষ্টম শ্রেণির উঁচু ক্লাসে পড়ান, স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে তার শংসাপত্র আনতে হবে।” বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়, এ বার বর্ধমান গোলাপবাগের দূরশিক্ষা বিভাগের দোতলায় বিএড প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদনকারীদের কাউন্সেলিং হবে। ১৭ থেকে ২৭ জুন প্রথম দফার, জুলাইয়ের মাঝামাঝি দ্বিতীয় দফার কাউন্সেলিং হবে।
|
দু’টি বাড়িতে তল্লাশি চালিয়ে পাইপগান, বোমা এবং বোমার মশলা উদ্ধার হয়েছে। কালনা ১ ব্লকের বেগপুর পঞ্চায়েতের ইন্দ্রপুর গ্রামের ঘটনা। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম নারু মালিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তন্ময় মণ্ডল নামে এক যুবক অভিযোগ করেন, এলাকার ৬ জন যুবক নানা ভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাচ্ছে। শুক্রবার সকালে নারু মালিকের বাড়িতে অভিযান চালিয়ে চারটি তাজা বোমা উদ্ধার হয়। জয়দেব মণ্ডল নামে আর এক যুবকের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে অভিযুক্ত যুবককে না পেলেও তার বাড়ি থেকে উদ্ধার হয় একটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং বোমার মশলা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
|
হেরোইন বিক্রির সময়ে হাতেনাতে পুলিশের কাছে ধরা পড়লেন এক মহিলা। বৃহস্পতিবার কাটোয়া শহরের মাঠপাড়া থেকে সেলিনা বিবি ওরফে শিউলি নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। তাঁপ কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই এক অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। শুক্রবার ধৃতকে বর্ধমান জেলা আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন।
|
বাসের ধাক্কায় মৃত্যু হল কনকবালা সাঁতরা (৬৫) নামে এক বৃদ্ধার। রায়নার গোপালপুরের কাছে বর্ধমান-আরামবাগ রোডে বর্ধমানমুখী বাসের ধাক্কায় মারা যান। বাড়ি গোপালপুরেই। পেনশনের টাকা তুলে বাড়ি ফেরার পথে এই ঘটনা। বাসিন্দারা এক ঘণ্টা পথ অবরোধ করেন। |