সওয়া লক্ষ প্রার্থীর জয়েন্টের ফল আজ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ বারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল আজ, শনিবার প্রকাশিত হবে। বেলা ২টোয় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বেলা ৩টে থেকে ওয়েবসাইট এবং এসএমএসে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী ফল জানা যাবে এই সব ওয়েবসাইটে: www.wbjeeb.nic.in, www.banglarmukh.com, www.calcuttatelephones.com, www.exametc.com (এই ওয়েবসাইটে আগাম রোল নম্বর নথিভুক্ত করে ফল জানা যাবে), www.ExamResults.net, www.WestBengalEducation.net, www.indiaresults.com. এসএমএস মারফত ফল জানার জন্য RESULT এর পরে স্পেস WBJEE লিখে স্পেস দিয়ে রোল নম্বর পাঠাতে হবে ৫৬২৬৩-এ। এ বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল ২১ এপ্রিল। পরীক্ষা দিয়েছেন প্রায় এক লক্ষ ২০ হাজার ছাত্রছাত্রী। এই পরীক্ষা হয়েছে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং স্থাপত্যবিদ্যায় ভর্তির জন্য। এ বছর থেকে রাজ্য জয়েন্টের মাধ্যমে আর মেডিক্যালে ভর্তি হচ্ছে না। মেডিক্যালে দেশ জুড়ে একটিই প্রবেশিকা পরীক্ষা চালু হয়েছে।
|
কংগ্রেসের মামলা খারিজ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রদেশ কংগ্রেসের তরফে পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরাসরি মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে। শুক্রবার সেটি খারিজ হয়ে গিয়েছে। মামলাটি করেছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তুলসীদাস মুখোপাধ্যায়। তাঁর আর্জি ছিল, পঞ্চায়েত ভোটে যাঁরা মনোনয়নপত্র দাখিল করতে পারেননি, তাঁদের সকলেই যাতে তা জমা দিতে পারেন, সেই ব্যবস্থা করার জন্য হাইকোর্ট নির্দেশ দিক। আবেদনকারীর আইনজীবী প্রদীপ তরফদার মামলাটি শোনার জন্য শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আর্জি জানান। ডিভিশন বেঞ্চ জানায়, তারা এই মামলা শুনতে পারে না। প্রথমে মামলার শুনানি হবে সিঙ্গল বেঞ্চে। কোনও পক্ষ সিঙ্গল বেঞ্চের রায়ে সন্তুষ্ট না-হলে ডিভিশন বেঞ্চ মামলাটি শুনবে। এই মামলার জন্য প্রথমে সিঙ্গল বেঞ্চে যেতে হবে। রাজ্যের বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশন প্রথমে সিঙ্গল বেঞ্চেই মামলা করেছিল। সরকার ডিভিশন বেঞ্চে আপিল করে। পরে কংগ্রেসের আইনজীবী জানান, তাঁরা সোমবার বিচারপতি সৌমিত্র পালের এজলাসে আর্জি জানাবেন।
পুরনো খবর: মনোনয়ন দিতে না পেরে কোর্টে
|
বাড়ির পাশের বাগান থেকে এক মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রের ঝুলন্ত দেহ মিলল। শুক্রবার, বিষ্ণুপুরের ধানকল এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম সিকান্দার শেখ (১৬)। মৃতের এক আত্নীয় জানান, “টাকা-পয়সা নিয়ে মায়ের সঙ্গে মাঝেমাঝে ঝগড়া হত ছেলের। বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ শ্রেণিতে ভর্তির ফি ছাড়াও মায়ের কাছে অতিরিক্ত টাকা চায় সে। মা রাজি হননি।” পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। এ দিনই বেহালায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক তরুণীর। মৃতা জয়শ্রী হাজরা (১৮) দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। পুলিশ জানায়, নিজের বাড়িতে বিদ্যুতের তারে তড়িদাহত হন তিনি। অচৈতন্য তরুণীকে হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়।
|
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর করা, কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম কার্যকরী করা-সহ বেশ কিছু আর্থিক দাবিতে আন্দোলনে নামছে এসইউসি প্রভাবিত সংগঠন ‘অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন’ (অ্যাবুটা)। আগামী ১৭ জুন তারা কলেজ স্কোয়্যারে অবস্থান করবে। ১৭ জুলাই ২৪ ঘণ্টা অনশনের ডাকও দিয়েছে ওই সংগঠন। |