টুকরো খবর |
অবস্থানের ডাক কংগ্রেসের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করতে চলেছে কংগ্রেসের ছাত্র-যুব সংগঠন। আগামী ১৭ জুন থেকে মেদিনীপুরে ওই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে যুব কংগ্রেস এবং ছাত্র পরিষদ। অবস্থানে উপস্থিত থাকার কথা যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সৌমিক হোসেন এবং ছাত্র পরিষদের রাজ্য সভাপতি রাহুল রায়ের। কংগ্রেসের ছাত্র-যুব সংগঠনের অভিযোগ, মনোনয়ন-পর্বের শুরু থেকেই শাসক দলের লোকজন বিভিন্ন এলাকায় সন্ত্রাস শুরু করেছে। ক’দিন আগে মেদিনীপুর সদর ব্লক অফিসে গিয়ে তৃণমূলের লোকেদের হাতে প্রহৃত হন ছাত্র পরিষদের জেলা সভাপতি মহম্মদ সইফুল। হেনস্তার শিকার হন যুব কংগ্রেসের মেদিনীপুর লোকসভা সভাপতি পার্থ ভট্টাচার্যও। শুধু মেদিনীপুর নয়, বিভিন্ন এলাকায় তৃণমূলের লোকজন দাপিয়ে বেড়াচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে, এই অভিযোগ তুলেই অবস্থান কর্মসূচি শুরু করতে চলেছে কংগ্রেসের ছাত্র-যুব সংগঠন।
|
সমঝোতায় নিষ্পত্তি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর আদালতে শিবির |
অভিযোগকারী এবং অভিযুক্ত, দু’পক্ষের সমঝোতার মাধ্যমে ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য শুক্রবার মেদিনীপুর আদালতে এক শিবির হল। সব মিলিয়ে ১০টি মামলার নিষ্পত্তি হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক সমর রায়, সিজেএম কল্লোল দাস, প্রমুখ। প্রসঙ্গত, এই নিয়ে মেদিনীপুর আদালতে এমন তিনটি শিবির হল। প্রথমটি হয়েছিল ডিসেম্বরে। পরে দ্বিতীয় শিবিরটি হয় এপ্রিলে। ২০০৬ সালের একটি আইন অনুযায়ী দু’পক্ষের সমঝোতার মাধ্যমে মামলা নিষ্পত্তির এই উদ্যোগ চলছে দেশভর। শুক্রবার মেদিনীপুর আদালতে যে শিবির হয়, বিচার বিভাগ সেটিকে বলছে, ‘কোর্ট অন প্লি-বার্গেনিং’। এই নিয়ে সচেতনতা বাড়াতে জেলার বিভিন্ন এলাকায় শিবির করার পরিকল্পনা রয়েছে। এপিপি সৈয়দ নাজিম হাবিব বলেন, “ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তির জন্যই এই উদ্যোগ। সাধারণ মানুষের সচেতনতার জন্য কিছু পদক্ষেপ করা হবে।”
|
অপমৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও দুই
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
নাবালিকার অপমৃত্যুর ঘটনায় শুক্রবার আরও দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দু’জনের নাম নিমাই জানা এবং অঙ্গত বিশুই। শুক্রবার তাঁদের মেদিনীপুর এসিজেএম আদালতে হাজির করানো হলে ২০ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ হয়। এই নিয়ে নাবালিকার অপমৃত্যুর ঘটনায় মোট পাঁচ জনকে ধরল পুলিশ। প্রসঙ্গত গত শুক্রবার খড়্গপুরের বোগদায় রেল কলোনির এলাকা থেকে এক নাবালিকার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তদন্তে রবিবার বোগদা থেকে বি গণেশকে ধরে পুলিশ।
|
পুস্তিকা প্রকাশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এসএফআইয়ের জেলা কমিটির উদ্যোগে প্রকাশিত হল ‘সন্ধানী’। পুস্তিকায় দুই মেদিনীপুরের সঙ্গে রাজ্যের কোন কলেজে কী পড়ানো হয়, কলেজগুলোর ঠিকানা, ফোন নম্বর প্রভৃতি রয়েছে। এ ছাড়াও দূরশিক্ষা নিয়ে তথ্য আছে। বৃহস্পতিবার এটি প্রকাশিত হয়। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পণ্ডা বলেন, “২০০৪ সাল থেকে এই পুস্তিকা প্রকাশিত হচ্ছে। আশা করি, পুস্তকটি ছাত্রছাত্রীদের সহায়ক হবে।”
|
সংসদের উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত মেদিনীপুর আইটিআই ছাত্র সংসদের উদ্যোগে বৃহস্পতিবার এক অনুষ্ঠান হয়। আইটিআই ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রণব বসু, অধ্যক্ষ প্রশান্ত অধিকারী প্রমুখ। শিবিরে সবমিলিয়ে ৪৯ জন রক্ত দেন।
|
বাঁধ মেরামতের কাজ শুরু |
|
ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
জল নামতেই বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে ডেবরায়। গত সপ্তাহে অতি বৃষ্টির জেরে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছিল। নদীর জল গ্রামে ঢুকে পড়ে। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, কেশপুর, খড়্গপুর-২, মেদিনীপুর সদর প্রভৃতি ব্লক ক্ষতির মুখে পড়ে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডেবরা ব্লক। এই ব্লকের রাইপুর, ট্যাবাগেড়িয়া, মোকারিমপুর এবং গোপালপুরচারটি জায়গায় বাঁধ ভেঙে যায়। নদীর জল ঢুকে সত্যপুর, ভরতপুর, গোলগ্রাম পঞ্চায়েত এলাকার সাতটি মৌজা ক্ষতিগ্রস্ত হয়। জল নামতেই বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। সেচ দফতরের ইঞ্জিনিয়ার সুবীর লাহা বলেন, “বাঁধ মেরামতের কাজ চলছে। আশা করছি, আর এক সপ্তাহের মধ্যেই কাজ শেষ হবে।” |
|