মেন্দাবাড়িতে চিতাবাঘের হানা, পাহারা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
চিতাবাঘের টানা হানায় রাতের ঘুম উড়েছে দক্ষিণ মেন্দাবাড়ি গ্রামের বাসিন্দাদের। তাঁরা জানাচ্ছেন, প্রায়ই রাতে চিতাবাঘ এলাকা থেকে শুয়োর, ছাগল ও মুরগি তুলে নিয়ে যাচ্ছে। বন দফতরের উপর ভরসা না রেখে চিতাবাঘের হাত থেকে গৃহপালিতদের বাঁচাতে গ্রাম পাহারায় নেমেছেন বন বস্তিবাসীরা। জলপাইগুড়ি বন্যপ্রাণ-৩ বিভাগের চিলাপাতার রেঞ্জ অফিসার গোপাল সরকার জানান, মেন্দাবাড়ি বনবস্তিতে প্রায় রাতেই চিতাবাঘ হানা দিচ্ছে। বন দফতর নজরদারি বাড়িয়ে দিয়েছে। দক্ষিণ মেন্দাবাড়ি বনবস্তিতে ৪৮ পরিবার রয়েছে। বাসিন্দারা চাষ, গোপালন ও দিনমজুরি করেন। তিন দিকে জঙ্গল। এক দিকে বুড়ি বাসরা নদী। হাতি-বাইসনের উপদ্রবে খেতে ধান ভুট্টা চাষ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
|
১৬ ফুট দীর্ঘ রক পাইথন উদ্ধার করল বন দফতর। শুক্রবার ডায়না রেঞ্জের বামনডাঙা চা বাগানের ২২ নম্বর সেকশনে। বন কর্মীরা গিয়ে অজগরটিকে উদ্ধার করে গরুমারায় ছেড়ে দেন।
|
কল্যাণী পুরসভার উদ্যোগে বুধবার, পরিবেশ দিবসে সেন্ট্রাল পার্কের ভাষা শহিদ উদ্যান থেকে একটি ট্যাবলো শহর পরিক্রমা করে। পুরপ্রধান নীলিমেশ রায়চৌধুরী বলেন, “দৃশ্যদূষণ রোধে শহর থেকে হোর্ডিং সরানো হবে।”
|
ঘুম নেই। ডোমকলে তোলা নিজস্ব চিত্র।
|
জলকেলি...
জার্মানির মাইন নদীতে। ছবি: এএফপি।
|