বাজারের মধ্যে দীর্ঘদিন ধরে জমে আছে জল। নজর নেই উলুবেড়িয়া পুরসভার, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। উলুবেড়িয়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে মুম্বই রোডের পাশে প্রায় বিঘে তিনেক জায়গা জুড়ে নিমদিঘি বাজার। বাজারের ঠিক মাঝখানে দীর্ঘদিন ধরে জমে আছে পচা জল। আর সেই জলে ফেলা হচ্ছে বাজারের উচ্ছিষ্ট শাক-সব্জি, প্লাস্টিক। দুর্গন্ধে টেঁকা দায়। ছড়াচ্ছে দূষণ। আবর্জনা থেকে মশা-মাছি উড়ে গিয়ে বসছে খাবারে। সেই সমস্ত খাদ্যদ্রব্য কিনতে বাধ্য হচ্ছেন মানুষ। মুম্বই রোড সম্প্রসারণের জন্যে প্রায় দু’মাস আগে বাজারের মধ্যে খোঁড়া হয়েছিল বড় গর্ত। কাজও শুরু হয়নি, সেই গর্তও আর বোজানো হয়নি। সেই জায়গাতেই জমছে জল। |
এই পরিস্থিতিতেই চলছে বাজার। —নিজস্ব চিত্র। |
বাজার কমিটির সম্পাদক শেখ রেজাউল বলেন, “জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল দু’একদিনের মধ্যেই কাজ শুরু হবে। তারপর থেকে বেশ কিছু দিন কেটে গেলেও কাজ শুরু হয়নি। জানি না কবে এই নোংরা জল পরিষ্কার হবে।”
পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ রবিয়াল মোল্লা বলেন, “ওই জমে থাকা জল পরিষ্কারের দায়িত্ব পুরসভার নয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ নিজেদের কাজের জন্য ওই গর্ত করেছে। ফলে জল সরানোর দায়িত্ব জাতীয় সড়ক কর্তৃপক্ষের। আমি জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।”
জাতীয় সড়ক কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার মুখ্য বাস্তুকার প্রদীপ মুখোপাধ্যায় বলেন, “আমরা কাজ করতে গিয়ে ওখানে বাধা পাচ্ছি। ফলে কাজ শুরু করা যায়নি। ওখানে জমে থাকা জল বের করারও রাস্তা পাচ্ছি না। এ বিষয়ে আমরা পুরসভার সহযোগিতা চাইব। যে কোন উপায়ে ওখানে শীঘ্র জল সরানোর ব্যবস্থা করা হবে।”
আসলে কে উদ্যোগী হয়ে ওই জল সরানোর ব্যবস্থা করে, সেটা দেখারই অপেক্ষা করছেন স্থানীয় বাসিন্দারা। |