|
|
|
|
|
|
খেলা |
প্রচারের আড়ালে |
উত্তম রায় |
ঘরের মাঠে বল-ব্যাডমিন্টনের সিনিয়র স্টেট চ্যাম্পিয়নশিপে ভাল ফল করল হাওড়া। এ প্রতিযোগিতার আয়োজন করেছিল হাওড়া
বল ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ
ওয়েস্ট বেঙ্গল।
ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত তিন দিনের এই প্রতিযোগিতায় রাজ্যের ১২টি জেলার ১২টি পুরুষ এবং ১২টি মহিলা দল অংশগ্রহণ করে। হাওড়ার মেয়েরা চ্যাম্পিয়ন আর ছেলেরা রানার্স হয়।
|
|
হাওড়া ডিস্ট্রিক্ট বল-ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তারকনাথ মুখোপাধ্যায় বলেন, “এই সাফল্যের সিংহভাগ কৃতিত্ব কোচ ও খেলোয়াড়দের।” হাওড়া জেলা দলের কোচ শুভাশিস গায়েন বলেন, “বর্ষার তিন-চার মাস ছাড়া বাকি সময়ে নিয়মিত অভ্যাস চলে। তাই খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া খুব ভাল।”
হাওড়ার মেয়েরা সেমিফাইনালে পশ্চিম মেদিনীপুরকে ২৯-৫, ২৯-৬ পয়েন্টে হারিয়ে দেয়। ফাইনালে দক্ষিণ ২৪ পরগনাকে ২৯-১৮, ২৯-১৬ পয়েন্টে হারায়। এ দলের দীপান্বিতা চক্রবর্তী, অঙ্কিতা হাজরা, সুমনা মুখোপাধ্যায়, সায়ন্তিকা পাল, প্রিয়া শর্মা, শায়েরি সেন চৌধুরী এবং ঝুমকি রায় বাংলার হয়ে খেলেন।
মেয়েদের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জগাছা হাইস্কুলের উচ্চমাধ্যমিকের ছাত্রী দীপান্বিতা চক্রবর্তী বলেন, “ঘরের মাঠে প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দই আলাদা।” ছেলেরা সেমিফাইনালে দক্ষিণ ২৪ পরগনাকে ২৯-১৪, ২৯-২৬ পয়েন্টে হারালেও ফাইনালে পশ্চিম মেদিনীপুরের কাছে হেরে যায়। |
|
পশ্চিম মেদিনীপুরের ছেলেদের দল সেমিফাইনালে পুরুলিয়াকে ২৯-২৪, ২৯-২১ পয়েন্টে হারায়। ফাইনালে হাওড়াকে ২৯-১৬, ২৯-১৪ পয়েন্টে হারিয়ে দেয়। পশ্চিম মেদিনীপুরের কোচ তথা অধিনায়ক বি জ্ঞানেন্দ্র প্রসাদ বলেন, “এ টিমের পাঁচ জন ঈশ্বর রাও, রামু, শ্রীধর, দীনেশ একাধিক বার রাজ্য ও জাতীয় দলের হয়ে খেলেছেন। এই জয় অভিজ্ঞতার জয়।”
বল-ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট পার্থসারথি অধিকারী জানান, এ খেলার নিয়মিত রাজ্য ও জাতীয় মিট হয়। পাশাপাশি নিয়মিত এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়। চাকরিরও সুযোগ আছে। তবু খেলাটি জনপ্রিয় নয়। জনপ্রিয়তা বাড়ানোর জন্য রাজ্য লিগের পাশাপাশি স্কুল স্তরেও প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা আছে।
ফাইনালে উপস্থিত ছিলেন বিধায়ক জটু লাহিড়ী, কাউন্সিলর তন্দ্রা বসু প্রমুখ। |
ছবি: দীপঙ্কর মজুমদার। |
|
|
|
|
|