|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
রূপায়িত হয়েছে ট্র্যাজিক চেতনা |
মৃণাল ঘোষ |
তরুণ শিল্পী ভোলানাথ রুদ্র ‘দ্য মেকানিক্যাল লিবিডো’ শীর্ষক প্রথম একক প্রদর্শনী করলেন সম্প্রতি অ্যাকাডেমিতে। জলরঙে তিনি যে ভাবে তাঁর জটিল ভাবনাকে রূপায়িত করেছেন, তা দৃষ্টান্তমূলক। আজকের যান্ত্রিক জীবনে অবদমিত যৌনতা ভয়াবহ জটিলতা সৃষ্টি করে। তিনি কাজ করেছেন প্রধানত পুরুষের যৌনতা ও যৌন নিষ্পেষণ নিয়ে। |
|
শুধু নারী নয়, পুরুষও যে যৌন ব্যভিচারের শিকার হতে পারে এবং সমগ্র সামাজিক পরিস্থিতিকে যে তা দূষিত করে। সমৃদ্ধ প্রাকরণিক দক্ষতায় শিল্পী এর নিহিত ট্র্যাজিক চেতনাকে সুষ্ঠু ভাবে রূপায়িত করতে পেরেছেন। |
|
প্রদর্শনী চলছে
সিমা: ‘সামার শো’। অজয়কুমার, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, সুমিত্র বসাক,
জয়শ্রী বর্মণ, যোগেন চৌধুরী প্রমুখ ২১ জুলাই পর্যন্ত।
অ্যাকাডেমি: দীপঙ্কর মণি এবং ইমন দের প্রদর্শনী ১২ জুন পর্যন্ত।
চিত্রকূট: সামার সেলিব্রেশন ৫ পর্যন্ত।
অজন্তা আর্ট গ্যালারি: প্রদীপ্ত ঘোষ ৫ জুন পর্যন্ত। আকার প্রকার: গোপাল ২৭ পর্যন্ত।
আকার প্রকার: গোপাল ঘোষ ২৭ জুন পর্যন্ত। |
|