লক্ষ্য ফোর-জি, ১২ হাজার কোটির চুক্তি অম্বানীদের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
তিক্ততা সরিয়ে মুকেশ ও অনিল অম্বানী ব্যবসার ক্ষেত্রে হাত মেলান দু’মাস আগেই। শুক্রবার সেই পথে আরও এক ধাপ এগিয়ে অনিলের রিলায়্যান্স কমিউনিকেশন্সের (আর-কম) সঙ্গে ১২ হাজার কোটি টাকার চুক্তি সই করল মুকেশের রিলায়্যান্স জিও ইনফোকম। পুনর্মিলনের পর এটিই তাঁদের বৃহত্তম চুক্তি। চুক্তি অনুযায়ী, দেশ জুড়ে আর কমের ৪৫ হাজার পর্যন্ত টাওয়ার ব্যবহার করতে পারবে জিও ইনফো। মাটিতে বা ছাদে থাকা ওই টাওয়ার পরিকাঠামোর মাধ্যমে মুকেশের সংস্থা চালু করবে তাদের ফোর-জি পরিষেবা। এর ফলে বছরে বাড়তি ৮০০ কোটি টাকা আয় করবে আর কম। যা অনিলের এই সংস্থার বিপুল ঋণ শোধে কাজে লাগবে। চুক্তি মাফিক ভবিষ্যতে নতুন নতুন জায়গায় সংস্থা দু’টি যৌথ ভাবে তৈরি করবে আরও টাওয়ার। প্রসঙ্গত, আগের বার ১,২০০ কোটি টাকার চুক্তি করেছিল দুই ভাই। বলা হয়েছিল, তথ্য বওয়ার জন্য আর-কমের ১.২ লক্ষ কিমি অপটিক ফাইবার নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে জিও ইনফো। উল্লেখ্য, গত কালই দেশ জুড়ে ১.৫ লক্ষ কোটি টাকার লগ্নি-প্রস্তাব দিয়েছেন মুকেশ। যার মধ্যে তাঁর অন্যতম বাজি ফোর-জি পরিষেবা।
|
ফের লাঞ্জিগড় শোধনাগার খোলার আশা
সংবাদসংস্থা • ভুবনেশ্বর |
চলতি মাসের শেষেই ওড়িশার লাঞ্জিগড়ে অ্যালুমিনা শোধনাগার ফের খুলবে বলে আশা প্রকাশ করল বেদান্ত গোষ্ঠী। শুক্রবার রাজ্যের মুখ্যসচিব বি কে পট্টনায়কের সঙ্গে দেখা করার পর এ কথা জানান বেদান্ত অ্যালুমিনিয়ামের ম্যানেজিং ডিরেক্টর এস কে রুংতা। গত ৫ ডিসেম্বর থেকে বক্সাইটের অভাবে সেখানে বছরে ১০ লক্ষ টন অ্যালুমিনিয়াম উত্পাদন ক্ষমতাসম্পন্ন কারখানাটি বন্ধ রেখেছে সংস্থা। এ দিন রুংতা জানান, ওড়িশা থেকে বিভিন্ন কারণে বক্সাইট জোগাড় করা সম্ভব হচ্ছে না। তবে কারখানা চালু করতে অন্যান্য রাজ্য থেকে বক্সাইট আনার ব্যবস্থা করছেন তাঁরা। প্রতি মাসে কারখানাটিতে ৩ লক্ষ টন বক্সাইট প্রয়োজন হয়। কিন্তু আপাতত প্রয়োজনের ৫০% বক্সাইট পেলেই জুনের শেষ থেকে সেটি ফের চালু করার ব্যাপারে আশা প্রকাশ করেছেন সংস্থার সিওও মুকেশ কুমার। এ জন্য রাজ্য সরকার এবং লাঞ্জিগড়ের মানুষও আগ্রহী বলে দাবি করেছেন রুংতা। এমনকী শোধনাগার খোলার দাবিতে ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা সংস্থা ও রাজ্য সরকারের কাছে প্রতিনিধিদল পাঠিয়েছেন।
|
টাকার দামে হস্তক্ষেপ করবে আর বি আই
সংবাদসংস্থা • মুম্বই |
ডলারে টাকার দাম শুক্রবার পড়ল আরও ২২ পয়সা। ফলে বাজার বন্ধের সময়ে তা নেমে গেল ৫৭-র নীচে। দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৫৭.০৬ টাকা। এক বছর বাদে টাকা এত নীচে নামল বলে বাজার সূত্রে খবর। টাকার বাজারে এই অস্থিরতা নিয়ন্ত্রণে আনতে বাজারে ডলার বিক্রির মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক হস্তক্ষেপ করবে বলে এ দিন জানিয়েছে। হায়দরাবাদে এক সভায় শীর্ষ ব্যাঙ্ক গভর্নর ডি সুব্বারাও বলেন, “বিশেষ কোনও বিনিময় হার আরবিআইয়ের লক্ষ্য নয়। তবে অর্থনীতির ভিত শক্ত রাখতে বাজারে হস্তক্ষেপ করতে হবে।”
|
ইস্তফা জেট সিইও-র
সংবাদসংস্থা • মুম্বই |
জেট এয়ারওয়েজের সিইও-র পদ ছাড়লেন নিকোস কার্ডাসিস। ক্যাপ্টেন হামিদ আলি অন্তর্বর্তী সিইও হয়েছেন। তবে পদত্যাগের কারণ জানায়নি সংস্থা। যদিও সংশ্লিষ্ট মহলের মতে, এপ্রিলে এতিহাদ এয়ারকে সংস্থার ২৪% শেয়ার বিক্রির পরে এই পদত্যাগ ছিল সময়ের অপেক্ষা। |