তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আক্রান্ত এবিপি আনন্দ |
ব্যারাকপুরে তৃণমূল নেতা খুনের ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। সেই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন এবিপি আনন্দের এক চিত্র সাংবাদিক। ঘটনাটি ঘটেছে সদরবাজার এলাকায়। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে গতকাল রাতে তৃণমূল নেতা জিতু লাল তাঁতিকে খুন করে কয়েকজন দুষ্কৃতী। এই খুনের ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অপর এক নেতা রবীন ভট্টাচার্যের চেম্বারে চড়াও হয়ে তাঁকে ও তাঁর আইনজীবীকে মারধর করে কয়েকজন দুষ্কৃতী। রবীনবাবুর ভগ্নীপতির বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই খবর সংগ্রহ করতে গিয়েই এবিপি আনন্দের চিত্র সাংবাদিক আস্তিক চট্টোপাধ্যায়কে বেধরক মারধর করে তৃণমূল কর্মীরা। তাঁর মাথায় রড দিয়ে আঘাত করা হয়, ভেঙে দেওয়া হয় ক্যামেরাও। গুরুতর জখম অবস্থায় আস্তিকবাবুকে ভর্তি করা হয়েছে ব্যারাকপুরের স্থানীয় একটি হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে খবর। এই ঘটনায় ৬জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন অন্যান্য চ্যানেলের চিত্রগ্রাহকেরাও।
|
আজ দুপুরে টালা থানার মনীন্দ্র রোডে ট্যাক্সি ছিনতাই করে পালাল দুই দুষ্কৃতী। যাত্রী সেজে তারা ট্যাক্সিতে ওঠে। গন্তব্যস্থলে পৌঁছবার আগেই ট্যাক্সিচালককে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালায় তারা। টালা থানায় অভিযোগ দায়ের করেছেন ট্যাক্সিচালক। ছিনতাইকারীরা পাচারচক্রের সঙ্গে যুক্ত বলেই প্রাথমিক অনুমান পুলিশের। ছিনতাইবাজদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ।
|
তৃণমূলের পার্টি অফিসে আগুন |
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ফের একবার উত্তপ্ত হয়ে উঠল বর্ধমানের রায়না। গতকাল রাতে রায়নার নাড়ুগ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় একদল দুষ্কৃতী। ভস্মীভূত হয়ে যায় কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথি, দলীয় পতাকা, ফেস্টুন ও বিভিন্ন আসবাবপত্র। প্রায় ৫০ হাজার টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে দাবি তৃণমূল কর্মীদের। এই ঘটনার পিছনে সিপিএম আশ্রিত দুষ্কৃতীদেরই হাত রয়েছে বলে দাবি তৃণমূলের। স্থানীয় থানায় সিপিএম কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় চলছে পুলিশি টহল।
|
গতকাল রাতে কুয়োয় পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটেছে লেক টাউনের ঋষি অরবিন্দ কলোনিতে। আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে গতকাল রাতে কুয়োর মধ্যে পড়ে যান অসীম বসু নামে বছর ৩২-এর এক যুবক। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধারের চেষ্টা চালায় দমকলবাহিনী। পৌঁছায় বিপর্যয় মোকাবিলা দল। আজ সকালে অসীমবাবুর দেহ উদ্ধার করেন দমকলকর্মীরা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সকালে ঘটনাস্থলে এসেছিলেন স্থানীয় বিধায়ক সুদীপ বসু। |