|
|
|
|
টুকরো খবর |
পিংলায় সংঘর্ষ, কাটা হল রাস্তা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নন্দীগ্রাম, লালগড়ের ধাঁচে পুলিশকে আটকাতে এ বার রাস্তা কাটা হল পিংলায়। সোমবার রাতে ঘটনাটি ঘটে পিংলার ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রঘুনাথচকে। অভিযোগ, পুলিশকে আটকাতে স্থানীয় সিপিএম সমর্থকেরা গ্রামের মোরাম রাস্তা কেটে দেন। ঘটনার সত্যতা স্বীকার করেছে সিপিএমও। দলের পিংলা জোনাল কমিটির সম্পাদক নয়ন দত্তের অবশ্য কৌশলী জবাব, “শুনেছি স্থানীয় মানুষ রাস্তা কেটেছেন।” সোমবার রাতে রঘুনাথচকে সিপিএম- তৃণমূলের মধ্যে গোলমাল হয়। দু’দলের লোকজন গোলমালে জড়িয়ে পড়েন। তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাতে পাড়া বৈঠক হচ্ছিল। দলের স্থানীয় কর্মী- সমর্থকেরা বৈঠকে যোগ দেন। সেই সময়ই সিপিএমের লোকজন অতর্কিতে হামলা করে। দলের পিংলা ব্লক সভাপতি গৌতম জানা বলেন, “হামলায় আমাদের ৫ জন জখম হয়েছেন। সিপিএমের লোকজন এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে। গোলমালের খবর পেয়ে যখন পুলিশ যায়, তখন রাস্তা কেটে দিয়েছে। এ ভাবেই পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে।” অভিযোগ উড়িয়ে সিপিএমের পিংলা জোনাল কমিটির সম্পাদকের বক্তব্য, “হামলা আমাদের লোকেরা করেনি। তৃণমূলই করেছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড কেড়ে নেওয়া হচ্ছিল। স্থানীয় মানুষ প্রতিবাদ করেছেন। সেই থেকেই গোলমাল।” পুলিশ জানিয়েছে, রঘুনাথচকে গোলমাল হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপই করা হবে।
|
বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বাসের চাকায় চাপা পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম গোপাল দাস (৩৫)। বাড়ি দাঁতন থানার কেশরম্ভা এলাকায়। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বেলদা থানা এলাকার বাখরাবাদে।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন সকালে মোটর বাইকে করে মেদিনীপুরে এসেছিলেন ওই যুবক। কাজ সেরে বাড়ি ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। বাখরাবাদ বাসস্ট্যান্ডের অদূরে খাকুড়দা- মেদিনীপুর রুটের একটি বাসের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে গিয়ে ধাক্কা মারে ওই যুবক। এরপরই মাটিতে পড়ে গিয়ে বাসের চাকায় চাপা পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বেলদা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক মৃত বলে ঘোষনা করেন। দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনাও ছড়ায়।
|
মদ উদ্ধার |
বিশেষ অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় প্রায় পঞ্চাশ হাজার টাকার দেশি ও বিদেশি মদ উদ্ধার করল পুলিশ। বেআইনি ভাবে মদ ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভুরুঙ্গি গ্রামের বাসিন্দা হৃষিকেশ প্রধানকে। মঙ্গলবার তাঁকে মেদিনীপুর আদালতে হাজির করানো হয়। পুলিশ জানিয়েছে, আইকোলা গ্রামের ওই ব্যবসায়ী একটি বাড়ি তৈরি করে তার সামনে কাপড়ের ব্যবসা ও গোপনে মদের ব্যবসা করতেন। |
|
|
|
|
|