সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার দ্বারকেশ্বর নদ থেকে কয়েক জন মৎস্যজীবীর জালে ধরা পড়ে এই মাছটি। মঙ্গলবার বন দফতর মাছটিকে উদ্ধার করে শুশুনিয়া এলাকায় দফতরের নিজস্ব পুকুরে ছেড়ে দেয়। ডিএফও (বাঁকুড়া উত্তর) সুধীরচন্দ্র দাস বলেন, “প্রাথমিক ভাবে মনে হয়েছে, এটি ক্যাটফিশ বা ক্রোকোডাইল ফিশ প্রজাতির।” সাধারণত এই ধরনের মাছকে বলা হয় ‘আর্মার্ড সাকারমাউথ ক্যাটফিশ’।
|
আজ পরিবেশ দিবস |
|
অথচ কুলটির রাস্তায় পড়ে রয়েছে আবর্জনার স্তুপ। ছবি: শৈলেন সরকার। |
|
ছবি: ডব্লুটিআইয়ের সৌজন্যে। |
কাজিরাঙার পুনর্বাসন কেন্দ্র থেকে নিয়ে গিয়ে মানসের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল গণ্ডারটিকে। জঙ্গলের জীবনে সেটি নিজেকে মানিয়ে নিতে পারছে কি না সে দিকে সতর্ক নজর ছিল বনকর্তাদের। রবিবার মা হল ‘মাইনাও’ নামের সেই গণ্ডারটি। মানসের ফিল্ড অধিকর্তা অনিন্দ্য স্বরগোয়ারি জানিয়েছেন, সোমবার সদ্যোজাত শাবকটিকে সঙ্গে নিয়ে জঙ্গলে ঘুরতে দেখা গিয়েছে মাইনাও-কে। দু’জনই সুস্থ রয়েছে। এ নিয়ে মানসের জঙ্গলে গণ্ডারের সংখ্যা দাঁড়াল ২৫।
|
কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে পরীক্ষা চলাকালীন মাইক বাজানোর অভিযোগ উঠল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মী সংগঠন পশ্চিবমঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী যুক্ত সংগ্রাম পরিষদের বিরুদ্ধে। অভিযোগ, একটি মিছিলের আগে ক্যাম্পাসে মাইক বাজিয়ে কিছু ঘোষণা করা হয়। তখন হিন্দি স্নাতকোত্তরের পরীক্ষা চলছিল।
|
|
স্বস্তির স্নান। মঙ্গলবার ইলাহাবাদে। ছবি: এপি |
|