টুকরো খবর
কয়লা বোঝাই লরি উদ্ধার
কাঁচামাল হিসেবে আনা দুই লরি কয়লা উদ্ধার করল হিরাপুর থানার পুলিশ। বার্নপুর ইস্কো কারখানায় কাঁচামাল হিসেবে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা কয়লাগুলির মধ্যে একটি লরি বার্নপুরের ত্রিবেনী মোড় থেকে উদ্ধার করা হয়েছে। আরও একটি কয়লা বোঝাই লরি আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিংহ মোড় থেকে উদ্ধার করেছে দক্ষিণ থানার পুলিশ। পুলিশ জানায়, উদ্ধার হওয়া এই কয়লার পরিমাণ প্রায় ২০ মেট্রিক টন। পুলিশ লরি দু’টি বাজেয়াপ্ত করেছে। তবে পাচারকারীদের ধরতে পারেনি পুলিশ। ইস্কো কারখানা সংলগ্ন দামোদর রেলওয়ে সাইডিং থেকে এই কয়লাগুলি লরি বোঝাই করে পাচার করা হচ্ছিল বলে দাবি পুলিশের। বার্নপুর ইস্কো কারখানার টুইন হার্ট ব্লাস্ট ফার্নেসে লোহা গলানোর কাজে এই কয়লা ব্যবহার করা হয় বলে কারখানা সূত্রে জানা গিয়েছে। কর্তৃপক্ষের অভিযোগ, বেশ কয়েক দিন ধরে এলাকায় সক্রিয় হয়ে উঠেছে কয়লা পাচারকারীর একটি চক্র। কারখানা কর্তৃপক্ষ পুলিশের কাছে সেই অভিযোগও দায়ের করে। তদন্তে নেমে পুলিশ সোমবার রাতে এই কয়লা পাকড়াও করে।

পরিবহণ কর্মীদের বেতন বৃদ্ধির দাবি, বিক্ষোভ
পরিবহণ কর্মীদের বেতন বৃদ্ধি-সহ নানা দাবিতে আসানসোল মহকুমা মিনিবাস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে মঙ্গলবার বিক্ষোভ দেখাল আসানসোল মহকুমা মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কাস অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক রাজু অহলুওয়ালিয়া জানান, চালকদের ৩০০, কন্ডাক্টরদের ২৫০ ও খালাসিদের ২২৫ দৈনিক বেতন-সহ ৮০ টাকা করে খোরাকি দেওয়ার দাবিতে তাঁরা একটি দাবিপত্র অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদকের হাতে তুলে দেন। তাঁদের দাবি, দুর্ঘটনাজনিত খরচ এবং দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারের হাতে এককালীন দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। যুগ্ম সম্পাদক বিকাশ চট্টরাজ জানান, দাবিগুলি নিয়ে আলোচনা করা হবে।

দুর্ঘটনায় মৃত দম্পতি
লরির ধাক্কায় মৃত্যু হল এক দম্পতির। মঙ্গলবার পাণ্ডবেশ্বরের ঘটনা। তাঁদের নাম চন্দ্রদেব পাসোয়ান (৪৫) ও পার্বতী পাসোয়ান (৩৯)। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা প্রায় ঘণ্টাখানেক ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। ওই দম্পতি ইসিএলের ফুলবাগান খনি কর্মী আবাসনের বাসিন্দা ছিলেন। এ দিন সকালে মোটরবাইকে করে রানিগঞ্জ যাচ্ছিলেন চন্দ্রদেববাবুরা। একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। ট্রাফিক জোরদার করতে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ আশ্বাস দিলে অবরোধ ওঠে।

গাড়ির ধাক্কায় মৃত
ইট বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। জামুড়িয়ার নন্ডী মোড়ে মঙ্গলবারের ঘটনাটি। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশেশ্বর নুনিয়া (৭০)। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঘণ্টাখানেক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। বাসিন্দাদের দাবি, রাস্তার দু’পাশের ফুটপাথ জবরদখল করা হয়েছে। ফলে রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসনকে অবিলম্বে জবরদখলকারীদের তুলে দেওয়ার দাবি জানান তাঁরা।

লোহা চুরিতে ধৃত
কোলিয়ারির বাতিল লোহা চুরির অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ইমতিয়াজ আনসারি। মঙ্গলবার সালানপুর এরিয়ার কেশিয়া প্রকল্প এলাকার আধিকারিক প্রায় ১৫ মেট্রিক টন বাতিল লোহা চুরি হওয়ার অভিযোগ দায়ের করেন।

জয়ী মিঠানী এফসি
নিউ টাউন ২ নম্বর মাঠ ফুটবল কমিটি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার মঙ্গলবারের খেলায় বিজয়ী হল মিঠানী এফসি। ২ নম্বর মাঠে তারা চিনাকুড়ি ডিরিগুটুকে টাইব্রেকারে ৪-১ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১।

আদালতে বন্ধ কাজ
কালনা ল-ক্লার্ক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি অমিয় দাসের (৭৪) মৃত্যুতে মঙ্গলবার অচল থাকল কালনা আদালত। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। সোমবার কালনা মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

কোথায় কী

দুর্গাপুর
বিবেকানন্দের উপর পোস্টার প্রদর্শনী। তথ্য কেন্দ্র। সকাল ১১টা থেকে বিকেল ৫টা।
উদ্যোগ: মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর।

হিরাপুর
ফুটবল প্রতিযোগিতা। ২ নম্বর মাঠ। বিকেল ৪টে। উদ্যোগ: নিউ টাউন ফুটবল কমিটি।

জামুড়িয়া
কুঞ্জভঙ্গ। ঘোষপাড়া, বীরকুলটি। সকাল ১০টা।

কুঞ্জভঙ্গ। হিজলগড়া ধর্মরাজ তলা। সকাল ১০টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.