শিশুকন্যাকে স্বাগত জানাতে গড়া হল বাগান
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দেশে দিন দিন কমছে শিশুকন্যার সংখ্যা। ব্যাহত হচ্ছে সামাজিক ভারসাম্য। তাই সদ্যোজাত শিশুকন্যাকে স্বাগত জানাতে ও এ নিয়ে সচেতনতা গড়তে ডিএসপি হাসপাতালে একটি বাগান গড়লেন ডিএসপি কর্তৃপক্ষ। বাগানের নাম রাখা হয়েছে সুকন্যা বটিকা। কারখানার কোনও কর্মীর কন্যাসন্তান হলে, ওই বাগানে একটি চারা পুঁতে মেয়েকে বরণ করে নেবেন তিনি। শনিবার ওই বাগানের উদ্বোধন করেন দুর্গাপুর ইস্পাতের সিইও পি কে সিংহ। উপস্থিত ছিলেন কারখানার অন্যান্য আধিকারিক, চিকিত্সক, নার্স থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যেরা। সিইও বলেন, “কন্যাসন্তানের গুরুত্ব উপলব্ধি করাতেই এই উদ্যোগ।”
|
জেলায় স্বাস্থ্য দফতরের দল
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
পাঁচটি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে রক্ত সংরক্ষণ ইউনিট খোলার জন্য সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার জেলায় স্বাস্থ্য দফতরের একটি দল আসে। প্রতিনিধি দলের প্রধান রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “বর্তমানে চালু ব্লাড ব্যাঙ্ক গুলি রয়েছে সদর ও মহকুমা হাসপাতালে। তাই গ্রামে রোগীর রক্তের প্রয়োজন হলে সমস্যা হয়। পরিস্থিতি সামলাতে ডোমকল মহকুমা হাসপাতাল, কৃষ্ণপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র সহ ৫টি স্বাস্থ্য কেন্দ্রে এই ইউনিট গড়া হবে।”
|