এভারেস্ট শৃঙ্গ জয় গৌরবের বিষয়। তবে হিমালয়ে আরও অনেক শৃঙ্গ আছে যেগুলি এখনও অচেনা, অজানা। সদ্য এভারেস্ট-জয়ীদের সেই সব ‘নতুন নতুন গিরি লঙ্ঘন’ করতে অনুপ্রাণিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযানে রাজ্য সরকার সবসময়েই পর্বতারোহীদের পাশে থাকবে বলে জানালেন মমতা। মঞ্চে উপস্থিত রাজ্য যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাসকে সেই মর্মে নির্দেশও দিলেন।
পুলিশ মানে শুধু খুন-ডাকাতি সামলানো নয়, তার বাইরেও ওঁরা অনেক কিছুই করতে পারেন বলে মনে করেন মুখ্যমন্ত্রী। সোমবার টাউন হলে কলকাতা পুলিশের অনুষ্ঠানে সদ্য এভারেস্ট-জয়ী ইনস্পেক্টর উজ্জ্বল রায় ও তাঁর তিন সহযাত্রীকে সম্মান জানান মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। |
এভারেস্ট জয়ীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অরূপ বিশ্বাস।
সোমবার, টাউন হলে । ছবি: সুদীপ আচার্য। |
নিজেদের অভিযানের ছবি মুখ্যমন্ত্রী-সহ উপস্থিত সকলকে দেখান উজ্জ্বলবাবু। মুখ্যমন্ত্রী বলেন, “ওই দুঃসাহসিক অভিযান নিয়ে বই লিখুন। কলকাতা পুলিশ ছাপবে। নতুন যাঁরা এভারেস্ট জয়ের স্বপ্ন দেখছেন, তাঁদের কাজে লাগবে ওই কাহিনী।” মমতা বলেন, “শুধু লাঠি-বন্দুক ধরাতেই সীমাবদ্ধ নয়, আমাদের পুলিশ কর্মীরা গল্ফ, ক্রিকেট, ফুটবল, টেবিলটেনিস সবেতেই পারদর্শী হতে চেষ্টা করেন। এটা দরকার। সব কিছু জয়ের মানসিকতা নিয়ে চলতে হবে।”
সিপি সুরজিত্ কর পুরকায়স্থ বলেন, “ওই অফিসার যে ভাবে দুর্গম গিরি অতিক্রম করেছেন, আমরা তেমন মানুষের নিরাপত্তায় জীবনপণের অঙ্গীকার করছি।” অনুষ্ঠানে ছিলেন যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, মেয়র শোভন চট্টোপাধ্যায়-সহ ক্রীড়া জগতের বিশিষ্টেরা। |