টুকরো খবর
জাগদালেকে তলব পুলিশের
স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে এ বার দিল্লি পুলিশ তলব করল প্রাক্তন বোর্ড সচিব সঞ্জয় জাগদালেকে। না, তাঁর বিরুদ্ধে গড়াপেটা বা বেটিংয়ের অভিযোগ ওঠেনি। যে টুর্নামেন্ট ঘিরে এত বিতর্ক, সেই আইপিএলের বাণিজ্যিক কাজকর্ম বিশ্লেষণ করার জন্য তাঁর ডাক পড়েছে পুলিশের কাছে। “ওঁকে জেরার জন্য ডাকা হয়নি। জাগদালের কাছে আমরা কয়েকটা জিনিস বুঝতে চাই,” এ দিন বলেছেন পুলিশের এক সিনিয়র কর্তা। জাগদালের পাশাপাশি পুলিশ ডেকে পাঠায় আইপিএল সিইও সুন্দর রামন-কেও। মুম্বই পুলিশও তদন্তের কাজে এগিয়ে যাচ্ছে। এ দিনই মুম্বইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেটিং সংক্রান্ত কারণে তারা গ্রেফতার করেছে কিশোর বাদলানি নামক এক ব্যক্তিকে। মনে করা হচ্ছে, ভারত আর পাকিস্তানের বুকিদের মধ্যে ভাল রকম যোগাযোগ স্থাপন করতেন কিশোর। এ দিকে, সিএসকে টিমের মালিক গুরুনাথ মায়াপ্পন এবং অভিনেতা বিন্দু দারা সিংহকে ১৪ জুন পর্যন্ত আইনি হেফাজতে রাখার সিদ্ধান্ত হল এ দিন। আর সপ্তাহখানেক ধরে তিহাড় জেলে দিন কাটাচ্ছেন যে অভিযুক্ত ক্রিকেটার, সেই শ্রীসন্ত আবার জেলের সাধারণ পানীয় জল খাচ্ছেন না। আর পাঁচ জন কয়েদিদের যে খাবার দেওয়া হচ্ছে, সেটাও খেতে চাইছেন না কেরলের পেসার। জেলকর্মীদের বক্তব্য, শ্রীসন্ত সব সময়ই বিষাদগ্রস্ত ভাবে থাকছেন। তাঁরা আরও জানান, সাধারণ জলের বদলে মিনারেল ওয়াটার চেয়ে পাঠান শ্রীসন্ত। জেলের ক্যান্টিন থেকে খাবার এনে দেওয়ার অনুরোধও করেছেন তিনি। “সারা দিনই টিভি-তে নিউজ চ্যানেল দেখে যায় শ্রীসন্ত। আইপিএল নিয়ে কোনও খবর থাকলে সেটা মন দিয়ে দেখে,” বলছেন এক জেলকর্মী।

ইউনাইটেড কর্তাদের আইনি নোটিশ আইএফএ সচিবের
ইউনাইটেড স্পোর্টসের দুই অন্যতম শীর্ষ কর্তা সিদ্ধার্থ ভট্টাচার্য এবং আলোকেশ কুণ্ডুকে উকিলের নোটিশ পাঠালেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। যিনি আবার ইউনাইটেড স্পোর্টসের সদ্য প্রাক্তন প্রেসিডেন্টও। কলকাতা লিগের সুপার নাইন পর্বে ভেস্তে যাওয়া মোহনবাগান-ইউনাইটেড স্পোর্টস ম্যাচের রিপ্লের দিন আইএফএ সচিবের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি পরোক্ষে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলেছিলেন ওই দুই ইউনাইটেড কর্তা। আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে যদি ইউনাইটেড স্পোর্টসের দুই কর্তা নিজেদের বক্তব্য থেকে সরে এসে ক্ষমা না চান, তা হলে তাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে এ দিন হুমকি দিলেন আইএফএ সচিব। “সিদ্ধার্থ ভট্টাচার্য ও আলোকেশ কুণ্ডুকে আমার আইনজীবী শনিবার একটি নোটিশ পাঠিয়েছেন। যদি ওঁরা নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চান, তা হলে ওঁদের বিরুদ্ধে মানহানির মামলা করব আমি,” বললেন উৎপলবাবু। ইউনাইটেড স্পোর্টসের অন্যতম কর্তা নবাব ভট্টাচার্য অবশ্য বললেন, “আমরা এখনও এ রকম কোনও চিঠি পাইনি।” তাৎপর্যের ব্যাপার, কয়েক দিন আগেই ইউনাইটেড স্পোর্টসের প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়।

চেলসিতে ফেরার দিন ক্রুয়েফের তিরে বিদ্ধ মোরিনহো
চেলসির সঙ্গে চার বছরের চুক্তি হওয়ার দিনই জোহান ত্রুয়েফের তীব্র সমালোচনার মুখে পড়লেন হোসে মোরিনহো। বার্সেলোনার প্রাক্তন মহাতারকা ফুটবলার ও কোচ তথা ডাচ কিংবদন্তি ক্রুয়েফ সোমবার রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসিতে যোগ দেওয়া মোরিনহো সম্পর্কে বলেছেন, “খারাপ সময়ে নিজের দলের ফুটবলার থেকে শুরুর করে সাপোর্ট স্টাফ কারও দিকেই আঙুল তুলতে ছাড়েনি মোরিনহো। ক্লাবের অন্দরে ভাঙন ধরানোর চেষ্টা করেছে। একে অপরের সঙ্গে লড়াই বাঁধিয়ে দিয়েছে। আমার বিশ্বাস, ভবিষ্যতে আর কখনও সাফল্যের মুখ দেখবে মোরিনহো।” চেলসি কর্তৃপক্ষ অবশ্য তাতে বিন্দুমাত্র আশঙ্কিত বলা যাচ্ছে না। রবিবার লন্ডনে পা রাখার চব্বিশ ঘণ্টার মধ্যেই চেলসির সঙ্গে সরকারি ভাবে চার বছরের চুক্তিপত্রে সই করে ফেললেন মোরিনহো। সোমবার তাঁর সঙ্গে চেলসি কর্তাদের চূড়ান্ত আলোচনাও হয়। যে বৈঠকে স্ট্যামফোর্ড ব্রিজে মোরিনহোর প্রত্যাবর্তনের চুক্তিতে সিলমোহর পড়ে চেলসি-র। এ দিন বিকেলেই চেলসির সরকারি ওয়েবসাইটে বিবৃতি দেওয়া হয়, “মোরিনহোকে কোচ হিসাবে ফিরে পেয়ে আমরা দারুণ খুশি। চেলসিকে আমরা সাফল্যের চূড়ায় দেখতে চাই। এবং সেই লক্ষ্যে মোরিনহো-ই আমাদের প্রথম পছন্দ ছিল। ক্লাবের সবাই ওঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছে।” যদিও বিতর্কিত পর্তুগিজ কোচের ইউরোপীয় ক্লাব ফুটবলে নতুন যাত্রা শুরুর দিনে ক্রুয়েফের মন্তব্য ঘিরে তোলপাড় হতে পারে ফুটবল-বিশ্ব। ক্রুয়েফের দাবি, “ক্লাব আইকনদের ভাঙিয়ে মোরিনহো নিজের ব্যক্তিগত স্বার্থ দেখে। ফুটবলে এ সব চলে না। উল্টে এ সবে টিমের মনোবল ভেঙে খানখান হয়ে যায়। এটাই রিয়ালে শেষের দিকে ওর ব্যর্থ হওয়ার প্রধান কারণ।”

রুনি-ফাব্রেগাসের দিকে চোখ
ইউরোপীয় ফুটবলের দলবদল পালায় নেমে পড়লেন আর্সেনাল ম্যানেজার আর্সেন ওয়েঙ্গার। ইঙ্গিত দিলেন, ওয়েন রুনি আর সেসে ফাব্রেগাসকে সই করাতে গানার্স-রা ঝাঁপাবে। রুনিকে ম্যান ইউ-র নতুন ম্যানেজার ডেভিড মোয়েস আটকে রাখতে পারেন কি না সে ব্যাপারে নজর রাখছে আর্সেনাল। ওয়েঙ্গার বলেছেন, “রুনিকে বিশ্বের যে কোনও ফুটবল ম্যানেজারই নিজের দলে চাইবে।” বার্সেলোনায় ফাব্রেগাসের ‘সমস্যা’র প্রতিও সহানুভূতিশীল ওয়েঙ্গার। এবং সেই সুযোগের সদ্ব্যবহার করতে আর্সেনালের বিদগ্ধ ফরাসি কোচ। বলেছেন, “নিয়মিত মাঠে না নামা এবং নানা পজিশনে খেলতে বাধ্য হওয়ায় আত্মবিশ্বাসের অভাবে ভুগছে ফাব্রেগাস। ও খুব আবেগপ্রবণ কিন্তু দুর্দান্ত ফুটবলার। ব্যাপারটা নিশ্চয়ই ওকে আঘাত দিয়েছে।”

কনফেডে নেই আলোন্সো
কনফেডারেশন কাপে স্পেনের মাঝমাঠে বড় ধাক্কা। কুঁচকির চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন জাবি আলোন্সো। রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লা লিগার শেষ ম্যাচেও যে কারণে নামতে পারেননি। বিশ্বকাপ এবং ইউরো জয়ী স্পেন কোচ দেল বস্কি শেষ মুহূর্তে স্পেনের চূড়ান্ত ২৩ জনের দল থেকে বাদ দিয়েছেন আলোন্সোকে। রিয়াল বেটিসের বেনাত এবং ম্যাঞ্চেস্টার সিটি-গার্সিয়াকে ছাড়াও ব্রাজিল যেতে হচ্ছে স্পেনকে দলকে।

ব্লাটারের বাজি নেইমার
নতুন মারাকানা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচে প্রথমে জ্বলে উঠলেও পরে ম্লান হয়ে গিয়েছেন তিনি। রবিবার ঘরের মাঠেও কোনও গোল করতে পারেননি। তবু কনফেডারেশন কাপে ব্রাজিলের তরুণ তুর্কি নেইমারের উপর ভরসা রাখছেন ফিফা প্রেসিডেন্ট শেপ ব্লাটার। ২০১৪ বিশ্বকাপের মহড়া টুর্নামেন্টে নেইমার কাঁপুনি ধরিয়ে দেবেন প্রতিদ্বন্দ্বীদের, মনে করেন ব্লাটার। বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থার প্রধান বলেন, “নেইমার ব্যতিক্রমী ফুটবলার। নিজেকে মেলে ধরার জন্য কনফেডারেশন কাপ নেইমারের আদর্শ প্ল্যাটফর্ম। ওর ক্ষমতা রয়েছে। শুধু বিশ্বকে সেটা দেখিয়ে দেওয়ার অপেক্ষা।”

অনড় বিন্দ্রা
শ্রীলঙ্কা বোর্ড তাঁর অভিযোগ উড়িয়ে দিলেও অনড় আই এস বিন্দ্রা। পঞ্জাব ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট দিন-দুয়েক আগে অভিযোগ করেন, ভারতের ২০১০-এ শ্রীলঙ্কা সফরে এক জন ভারতীয় ক্রিকেটার দুর্নীতি বিরোধী নিয়ম ভেঙেছিলেন। ব্যাপারটা প্রকাশ্যে না আসার জন্য ভারতীয় বোর্ড প্রচণ্ড চাপ দিয়েছিল শ্রীলঙ্কা বোর্ডকে। শ্রীলঙ্কা বোর্ড এ দিন জানায়, “এ রকম কোনও ঘটনা ঘটেনি।” যা শুনে বিন্দ্রা বলেন, “প্রেস রিলিজ দেখেছি। আমি নিজের বক্তব্য থেকে সরছি না। আইসিসি তদন্ত করুক। আমি তথ্য দেব।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.