বেশি নয়, মাত্র ন’বার হারের ক্ষোভে র্যাকেট আছড়ে মারলেন মিখায়েল ইউজনি! পেশাদার সার্কিটের নামী রুশ প্লেয়ার।
ফরাসি ওপেনে সোমবার তাঁকে চতুর্থ রাউন্ডে ৬-১, ৬-১, ৬-৩ হারান সার্কিটের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়, ৩৫ বছর বয়সি জার্মান টমি হাস। সুজান লেংলেন কোর্টে হাস যদি ২০০৫ যুক্তরাষ্ট্র ওপেনে আন্দ্রে আগাসির পর যে কোনও গ্র্যান্ড স্ল্যামে সবচেয়ে বয়স্ক কোয়ার্টার ফাইনালিস্ট হওয়ার নজির গড়েন, তা হলে তাঁর প্রতিদ্বন্দ্বী কোর্টে র্যাকেট আছাড় মারার কুনজির গড়েছেন!
এক সেট এবং ০-৩ গেমে দ্বিতীয় সেটে পিছিয়ে পড়া ইউজনির ওই মুহূর্তে নাগাড়ে অভব্যতা দেখে রোলাঁ গারোর গ্যালারি তাঁকে টিটকিরিতে ভরিয়ে দেয়। ম্যাচ শেষে বছর উনত্রিশের ইউজনি-র সাফাই “যে কেউই নিজের ভালর জন্য সব কিছু করার চেষ্টা করে। আমিও নিজের মতো করে সেটা করেছি। কিন্তু সত্যি বলতে কী তাতে আমার লাভ হয়নি।” কোর্টে মাথা গরম করার জন্য ইউজনি টেনিসমহলে কুখ্যাত। এ দিন এত বার নিজের র্যাকেট মাটিতে আছড়ে মারেন যে, সেটার স্প্রিং, স্ক্রু, সব কোর্টময় ছড়িয়ে পড়ে। ২০০৮ মিয়ামি মাস্টার্সে স্পেনের নিকোলাস অ্যালমাগ্রোর বিরুদ্ধে খেলার সময় ইউজনি নিজের উপর রেগেমেগে এত জোরে মাথায় র্যাকেট মারেন যে, তাঁর মাথা থেকে কয়েক ফোটা রক্ত পর্যন্ত কোর্টে পড়েছিল! হয়তো কাকতালীয়, কিন্তু ইউজনির র্যাকেট স্পনসর ‘হেড’। রসিকতা করে বলেছেন, “কুড়ি বছর ধরে আমার সঙ্গে ‘হেড’ আছে। আপনারা কি চান আমি স্পনসর পাল্টে অন্য কোম্পানির র্যাকেটও ভাঙি?” ইউজনিকে হারিয়ে শেষ আটে হাস যাঁর মুখোমুখি সেই জকোভিচ এ দিন প্রথম সেট খুইয়েও জার্মানিরই ফিলিপ কোলসক্রেবারকে হারান ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-৪। |
এ সবের আড়ালে যেটার দিকে পুরুষদের সিঙ্গলস এগিয়ে যাচ্ছে, সেটা হল সেমিফাইনালে জকোভিচ-নাদাল মহারণ। রোলাঁ গারো যাঁর দ্বিতীয় ঘর, শেষ আট বারের মধ্যে সাত বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন সেই রাফায়েল নাদাল আজ তাঁর ২৭তম জন্মদিনে এশিয়ার সেরা টেনিস তারকা, ১৩ নম্বর বাছাই জাপানি তরুণ নিশিকোরি-কে ৬-৪, ৬-১, ৬-৩ উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন। দু’জনে আর একটা করে ম্যাচ জিতলেই সেই মহাযুদ্ধ! আর আগে শেষ আটে নাদালের সামনে ওয়ারিঙ্কা। যিনি এ দিন ০-২ সেট পিছিয়ে পড়েও পাঁচ সেটে হারান গাস্কে-কে।
বিশ্ব টেনিসের গ্ল্যামার কন্যা শারাপোভা চতুর্থ রাউন্ডে হারালেন মার্কিন প্রতিভা স্লোয়ানেকে ৬-৪, ৬-৩। মেয়েদের সিঙ্গলসে আবার একটা তাৎপর্যের কোয়ার্টার ফাইনাল লাইন আপ দাঁড়িয়েছে আজারেঙ্কা বনাম কিরলেঙ্কো। সার্কিটে যাঁরা বরাবরের ডাবলস জুটি। আজারেঙ্কা ২০১০-এর ফরাসি ওপেন চ্যাম্পিয়ন শিয়াভোনেকে চতুর্থ রাউন্ডে ৬-৩, ৬-০ হারান। কিরলেঙ্কো হারান সানিয়া মির্জার ডাবলস পার্টনার বেথানি মাটেককে ৭-৫, ৬-৪। সানিয়া-বেথানি ডাবলসের দ্বিতীয় রাউন্ডে অবশ্য জেতেন মার্কিন জুটি ডেভিস-লেভির বিরুদ্ধে ১-৬, ৬-৩, ৬-০।
|
কোয়ার্টার ফাইনাল যুদ্ধ |
পুরুষ |
মেয়ে |
জকোভিচ-হাস
ফেডেরার-সঙ্গা
নাদাল-ওয়ারিঙ্কা
ফেরার-রব্রেদো |
সেরেনা-কুজনেৎসোভা
শারাপোভা-জাঙ্কোভিচ
আজারেঙ্কা-কিরলেঙ্কো
রাডওয়ানস্কা-এরানি |
|