টুকরো খবর |
হামলার জের, মনোনয়ন এসডিও অফিসেও |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
মনোনয়ন পত্র জমা প্রাক্তন সভাধিপতি ও সহ সভাধিপতির |
বিরোধীদের মনোনয়ন জমা দিতে তৃণমূলের লোকজন বাধা দিচ্ছে বলে মনোয়নের প্রথম দিন থেকেই অভিযোগ উঠছিল। কমিশনের কাছে সব রাজনৈতিক দল অভিযোগ জানিয়েছিল। সঙ্গে মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করার আবেদন জানিয়েছিল বিরোধীরা। কমিশন সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরেই তা খতিয়ে দেখা হয়। তারপরই দুই মেদিনীপুরের ১১টি ব্লকের ক্ষেত্রে মহকুমাশাসকের অফিসে মনোনয়ন জমা দেওয়া যাবে বলে নির্দেশ দিয়েছে কমিশন। তার মধ্যে পশ্চিম মেদিনীপুরের ৮টি ব্লক রয়েছে। এগুলি হল মেদিনীপুর মহকুমার কেশপুর, ঘাটাল মহকুমার চন্দ্রকোনা ১ ও খড়্গপুর মহকুমার পিংলা, খড়্গপুর ২, মোহনপুর, নারায়ণগড়, দাঁতন ১ ও ২ ব্লক। আর পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম-২ ও খেজুরি ১,২ ব্লকের সমস্ত প্রার্থীরাই মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দিতে পারবেন।
|
বালিকার মৃত্যু, ধৃত যুবকের পুলিশ হাজত |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নাবালিকার অপমৃত্যুর ঘটনায় ধৃত বি গণেশকে চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল মেদিনীপুর সিজেএম আদালত। সোমবার ধৃত যুবককে আদালতে হাজির করা হয়। ফের ৭ জুন তাকে আদালতে তোলা হবে। শুক্রবার খড়্গপুর শহরের বোগদায় রেল কলোনি এলাকা থেকে এক নাবালিকা রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ, বছর এগারোর ওই নাবালিকাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। রবিবার সকালে বোগদা থেকেই বি গণেশকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত যুবকই মূল অভিযুক্ত। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের অনুমান, ঘটনায় আরও তিন-চারজন জড়িত। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তাদের নাম-ঠিকানা জানা যাবে।
|
কলেজে ডেপুটেশন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেধা তালিকার ভিত্তিতে ভর্তি সুনিশ্চিত করা, ভর্তি ফি না- বাড়ানো, শান্তিশৃঙ্খলা বজায় রাখা সহ বেশ কিছু দাবিতে সোমবার মেদিনীপুর কমার্স কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ দাসমহাপাত্রের কাছে স্মারকলিপি দেয় এসএফআইয়ের কমার্স কলেজ ইউনিট। সংগঠনের এক প্রতিনিধি দল এদিন স্মারকলিপি তুলে দেয়। প্রথম বর্ষের আসন সংখ্যা বৃদ্ধিরও দাবি জানানো হয়। দাবিগুলো খতিয়ে দেখার আশ্বাস দেন অধ্যক্ষ। |
|