নিউ টাউনের পরিবেশ দেখে বিনিয়োগে উত্সাহী হয়েছে ব্রিটেনের বাণিজ্য প্রতিনিধি দল। সোমবার সেখানে ঘুরে তাঁদের প্রতিক্রিয়া, এই সবুজ খুব আকর্ষণীয়। এখানে নানা ধরনের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। নিউ টাউনে একটি অত্যাধুনিক হাসপাতাল ও শিলিগুড়িতে আই টি হাব করার পরিকল্পনার কথাও বলে ওই প্রতিনিধি দল। এ ছাড়া, গঙ্গাপাড়ের সৌন্দর্যায়নের জন্য নগরোন্নয়ন দফতরকে ১৪০০ কোটি টাকার একটি প্রকল্পের খসড়া প্রস্তাব জমা দেয় ওই বাণিজ্যিক দলটি। ২১ সদস্যের ওই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ব্রিটেনের কমিউনিটি অ্যান্ড লোকাল গভর্নমেন্ট দফতরের ক্যাবিনেট মন্ত্রী এরিক পিকেল্স।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম পরে বলেন, “নিউ টাউন ঘুরে ওই প্রতিনিধি দল অভিভূত। তারা নিউ টাউন-সহ কলকাতায় বেশ কয়েকটি বিনিয়োগের সম্ভাবনার কথা তারা বলেছেন।” সোমবার বিকেলে পড়ন্ত সূর্যের আলোয় ওই প্রতিনিধি দলটি ঘুরছিলেন নিউ টাউনের ইকো ট্যুরিজম পার্কে। সঙ্গে ছিলেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন। ইকো ট্যুরিজম পার্কটির সুন্দর রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে পার্কের পরিবেশবান্ধব বিষয়টিরও প্রশংসা করে ব্রিটিশ দলটি। প্রায় এক ঘণ্টা ওই পার্কে ঘোরেন তাঁরা। পরে দেবাশিসবাবু বলেন, “পার্কটি দেখে ওই প্রতিনিধি দল এতটাই উত্সাহিত যে এই পার্কটি কার পরিকল্পনায় তৈরি, তা জানতে চান। |
ইকো-পার্ক ঘুরে দেখছেন ব্রিটেনের প্রতিনিধিরা। —নিজস্ব চিত্র। |
তাঁরা জানিয়েছেন, ইকো পার্কের মতো এ রকম পার্ক তারা ব্রিটেনেও তৈরি করতে চান। পার্কের নকশা কার তৈরি সে সব বিষয়েও খুঁটিনাটি প্রশ্ন করেন তারা। এই পার্কের অনেক কিছুই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত জেনে তাঁরা খুবই অভিভূত।” এ দিন ওই পার্কে ঘুরতে ঘুরতেই দলের এক বাণিজ্যিক প্রতিনিধি ন্যান্সি মরিসন বলেন, “শুধু পরিবেশবান্ধব এই পার্কই নয়, গোটা নিউ টাউনের পরিবেশ দেখে আমরা খুব খুশি। নিউ টাউনের সবুজ পরিবেশ আমাদের খুব আকৃষ্ট করেছে। এখানে নানা ধরনের বিনিয়োগের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের প্রস্তাব রাজ্য সরকারকে সংশ্লিষ্ট দফতরকে জানাব।”
হিডকো সূত্রে জানা গিয়েছে, এই প্রতিনিধি দলটি আগামী পাঁচ তারিখ পর্যন্ত কলকাতায় থাকবে। নানা ধরনের প্রকল্পের মধ্যে এর মধ্যেই নিউ টাউনের অ্যাকশন এরিয়া থ্রি-র ক্যানসার হাসপাতালের কাছে আড়াই একর জমিতে একটি হাসপাতাল তৈরি করতে উত্সাহী তারা। নিউ টাউনের ফিনান্সিয়াল হাব নিয়েও তাদের নানা প্রস্তাব রয়েছে। মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ব্রিটিশ দলটির দেওয়া গঙ্গা পাড়ের সৌর্ন্দযায়নের খসড়া প্রস্তাবে গঙ্গার ধারের রাস্তা থেকে শুরু করে দোকানপাটের নকশা কেমন হবে সেই নিয়েও নতুন ধরনের প্রস্তাব দিয়েছে। তারা লন্ডন আই এর ধাঁচে ‘ক্যালকাটা আই’ তৈরি করার বিষয়েও উত্সাহী।
এ দিন সকালে ওই প্রতিনিধি দলটি সকালে মধ্য কলকাতার কলকাতার একটি হোটেলে মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করেন। ফিরহাদ বলেন, “প্রায় তিন ঘণ্টার ওই বৈঠকে বর্জ্য পদার্থের পুর্নব্যবহার নিয়েও নানা কথাবার্তা হয়েছে।” |