তিন দু’গুণে ছয়।
নামতা নয়। এ হল স্কটল্যান্ডের রজার দম্পতির জীবনমন্ত্র! সম্প্রতি তৃতীয় বার মা-বাবা হয়েছেন ক্যারেন এবং কলিন রজার। এবং গত দু’বারের ধারা বজায় রেখে এ বারও যমজ সন্তানের জন্ম দিয়েছেন তাঁরা। ফারাক একটাই। গত দু’বারই যমজ পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন ক্যারেন। আর এ বার এসেছে দুই ফুটফুটে মেয়ে। চিকিৎসাবিজ্ঞান যতই বিষয়টিকে বিরল আখ্যা দিক না কেন, এ হেন মধুর ব্যতিক্রমে খুশিতে ডগমগ রজার দম্পতি। |
ছয় সন্তান ও স্বামীর সঙ্গে ক্যারেন |
প্রথম বার লিউইস এবং কাইল নামে যমজ ছেলের জন্ম দেন ক্যারেন। তা-ও প্রায় চোদ্দো বছর আগের কথা। তার ঠিক দু’বছর পর রজার পরিবারে আসে আরও দুই যমজ ভাই ফিন এবং জুড। চার ছেলেকে নিয়ে দিব্যি সংসার করছিলেন ক্যারেন এবং কলিন। ব্যস্ত ছিলেন তাদের নিয়েই। কিছু দিন আগেই নিজের চল্লিশ বছরের জন্মদিন পালন করেন ক্যারেন। তৃতীয় বার মা হওয়ার সিদ্ধান্তটা নেন তার ঠিক পরেই। স্বামী কলিনও রাজি হন।
‘সারপ্রাইজ’ অবশ্য আসে আরও পরে। অন্তঃসত্ত্বা হওয়ার দেড় মাসের মাথায় স্ক্যান করাতে গিয়ে চিকিৎসকের চক্ষু চড়কগাছ। তৃতীয় বারও যমজ সন্তান ধারণ করেছেন ক্যারেন। চিকিৎসাবিজ্ঞানের হিসেবে ৫ লক্ষের মধ্যে এমন ঘটনা ঘটে এক জনের সঙ্গে। খবরটি জানতে পারেন হবু মা। সঙ্গে সঙ্গে স্বামীকেও জানান।
কলিন অবশ্য প্রথমে বিশ্বাস করেননি। পরে ক্যারেন একাধিক বার তাঁকে আশ্বস্ত করলে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তিনি। যদিও দুই অতিথি ছেলে না মেয়ে, তখনই জানেননি তাঁরা। সে রহস্য ভাঙল সম্প্রতি। দুই মেয়ে, রোয়ান এবং ইসলাকে কোলে নিয়ে গ্লাসগোর হাসপাতাল থেকে ল্যাঙ্গব্যাঙ্কের রেনফ্রিউশায়ারের বাড়িতে ফিরলেন ক্যারেন। বাড়িতে তখন বাবা ছাড়াও আরও চার জোড়া চোখ অধীর অপেক্ষায়। কখন বোনেদের দেখবে, তাদের কোলে নেবে, সে নিয়েই উত্তেজিত চার দাদা। |