টুকরো খবর
ইংরেজিতে অনুত্তীর্ণ, অস্বাভাবিক মৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল এক কিশোরের। তার নাম অসীম গড়াই (১৮)। দুর্গাপুরের ঝান্ডাবাগের সুকান্তপল্লীর গড়াইপাড়ার বাসিন্দা সে। বাড়িতে তার নিজের ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার পরিজনদের বক্তব্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোতে দেখা যায়, অসীম ইংরেজিতে উত্তীর্ণ হতে পারেনি। এরপরেই সে মুষড়ে পড়ে। তাদের দাবি, মানসিক অবসাদ থেকে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে সে। পুলিশ জানায়, অসীমদের অভাবের সংসার। বাবা চুনিলাল গড়াই মিশ্র ইস্পাত কারখানায় ঠিকাশ্রমিকের কাজ করেন। সংসারের অভাব মেটাতে একটি দোকানে কাজ করত অসীম। পাশাপাশি পড়াশোনা করত। বেনাচিতি হাইস্কুলের বাণিজ্য বিভাগের পড়ুয়া ছিল সে। সোমবার উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের পরে দেখা যায়, অন্যান্য বিষয়গুলিতে উত্তীর্ণ হলেও ইংরেজিতে উর্ত্তীণ হতে পারেনি সে। বাড়ি ফিরে সেকথা জানায় দাদা তাপসকে। তাপসবাবু বলেন, “ও জানায়, কোনওভাবেই ও ইংরেজিতে অনুত্তীর্ণ হতে পারে না। স্কুলে গিয়ে খাতা ‘রিভিউ’ করতে দেব বলেও ওকে বলি আমি।” এর পরেই বিকেলে নিজের ঘরে অসীমকে ঝুলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাপসবাবু বলেন, “ইংরেজিতে খারাপ ফলের জন্য মানসিক অবসাদ থেকে ভাই আত্মঘাতী হয়েছে।”

জামাইবাবুর বিরুদ্ধে খুনের অভিযোগ
এক তরুণীকে খুন করার অভিযোগ উঠল তাঁর জামাইবাবুর বিরুদ্ধে। সোমবার বিকেলে কুলটির বেজড়ির আনসারি মহল্লায় ঘটনাটি ঘটে। মৃত তরুণীর নাম শাহানাজ খাতুন (২১)। পুলিশ জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। তবে অভিযুক্ত জামাইবাবু, মহম্মদ আলম পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনসারি মহল্লার বাসিন্দা রাজিয়া খাতুনের সঙ্গে বেশ কয়েক বছর আগে বিহারের মুরাদাবাদের বাসিন্দা মহম্মদ আলমের বিয়ে হয়। মাস কয়েক আগেই অবশ্য রাজিয়াকে তালাক দেন তাঁর স্বামী। বেজড়িতে বাপের বাড়িতে ফিরে আসেন রাজিয়া। সোমবার বিকেল ৩টা নাগাদ বেজড়িতে ওই বাড়িতে আসেন মহম্মদ আলম। বাড়িতে তখন একাই ছিলেন রাজিয়ার বোন শাহানাজ। বাড়িতে ঢুকেই আলম শাহানাজকে মারধর শুরু করে এবং তাঁকে বাড়ির উঠানে বেশ কয়েকবার আছড়ে মারে বলে অভিযোগ। শাহানাজের চিত্‌কারে ছুটে আসেন প্রতিবেশীরা। মারমুখী পড়শিদের দেখতে পেয়েই এলাকা ছেড়ে পালায় আলম। প্রতিবেশীরা জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায় আহত শাহানাজ। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রতিবেশীদের একাংশ অভিযুক্তের খোঁজে বেরিয়ে পড়েন। ইতিমধ্যেই বাড়ি ফিরে ঘটনাটি জানতে পারেন রাজিয়া। পুলিশকে খবর দেওয়া হয়। দেহটি নিয়ে যায় তারা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তের তল্লাশি শুরু হয়েছে।

বারাবনিতে তোলা হল তৃণমূলের শিবির
মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে তুলে দেওয়া হল বারাবনি ব্লক অফিস লাগোয়া এলাকায় তৃণমূলের অস্থায়ী শিবিরটি। সোমবার ওই এলাকায় শিবিরটি আর দেখা যায়নি। মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার দিন থেকে রবিবার পর্যন্ত ওই শিবিরটি বারাবনি ব্লক অফিস সংলগ্ন রাস্তার পাশে দেখা গিয়েছিল।
এখানেই শিবির করেছিল তৃণমূল।—নিজস্ব চিত্র।
সিপিএমের পক্ষ থেকে নির্বাচন কমিশন ও মহকুমা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয় যে মনোনয়ন তোলা ও জমা দিতে যাওয়ার সময় ওই শিবিরে বসে থাকা তৃণমূলের সদস্য সমর্থকেরা তাঁদের কর্মীদের মারধর ও তাড়া করছে। এরপরেই মহকুমা প্রশাসনের উদ্যোগে শিবিরটি তুলে দেওয়া হয়েছে।

ঝুলন্ত দেহ উদ্ধার
অস্বাভাবিক মৃত্যু হল এক কিশোরের। তার নাম অসীম গড়াই (১৮)। দুর্গাপুরের ঝান্ডাবাগের সুকান্তপল্লীর গড়াইপাড়ার বাসিন্দা সে। বাড়িতে তার নিজের ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‌সকেরা তাকে মৃত ঘোষণা করেন। তার পরিজনদের বক্তব্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল বেরোতে দেখা যায়, অসীম ইংরেজিতে উত্তীর্ণ হতে পারেনি। এরপরেই সে মুষড়ে পড়ে। তাদের দাবি, মানসিক অবসাদ থেকে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে সে। তার দাদা তাপসবাবু বলেন, “ও জানায়, কোনওভাবেই ও ইংরেজিতে অনুত্তীর্ণ হতে পারে না। খাতা রিভিউ করতে দেব বলেও ওকে বলি আমি।” এর পর বিকেলে নিজের ঘরে অসীমকে ঝুলতে দেখা যায়।

জঙ্গলে মিলল যুগলের দেহ
জঙ্গল থেকে এক কিশোর ও কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কুলটি থানার রামনগর এলাকায় তাঁদের দেহ মেলে। মৃতদের নাম নয়নতারা বাউড়ি (২১) ও বিপ্লব বাউড়ি (২২)। বাড়ি রামনগরের বাউড়িপাড়ায়। পুলিশ জানায়, রবিবার রাত থেকেই তারা ছিলেন। সোমবার সকালে জঙ্গলে ঝুলন্ত অবস্থায় দেহ দুটি দেখা যায়।

নাট্যসেনার অনুষ্ঠান
বারাবনির এক সাংস্কৃতিক গোষ্ঠী নাট্যসেনার ৩২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দু’দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল দোমহানিতে। সংবর্ধনা দেওয়া হয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দ্বিজেন বন্দ্যোপাধ্যায়কেও। দু’দিনের এই উৎসবে এলাকার কয়েক’শো মানুষ যোগ দেন। ছিলেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়ও।

ফাইনালে কৃষক সঙ্ঘ
আসানসোল মহকুমা জুনিয়র ক্রীড়া সংস্থা আয়োজিত বিএন অগ্রবাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল আদিবাসী কৃষক সঙ্ঘ। সোমবার বেলরুই মাঠে তারা এফসিএ বার্নপুরকে ২-০ গোলে হারায়। আয়োজক সংস্থা জানায়, বৃহস্পতিবার ফাইনালে এ দিনের বিজয়ী দল নতুনডিহির সঙ্গে খেলবে।

জয়ী যোগেশ্বর
নিউ টাউন ২ নম্বর মাঠ ফুটবল কমিটি আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হল পুরুষোত্তমপুর যোগেশ্বর ক্লাব। ২ নম্বর মাঠে তারা ৮ নম্বর বস্তি নেতাজি সঙ্ঘকে ৪-২ গোলে হারায়। হ্যাটট্রিক করেন ছোটন বাউড়ি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.