ফলপ্রকাশের তারিখ, সময় আগে থেকেই জানা ছিল। সকাল থেকেই তাই টেলিভিশনে চোখ রেখেছিল আসানসোলের অভিষেক। অপ্রত্যাশিত খবরটা পাওয়ার পরে বিশ্বাসই হতে চাইছিল না। এ বছর উচ্চমাধ্যমিকে ৪৬৮ নম্বর পেয়ে যুগ্মভাবে রাজ্যে পঞ্চম হয়েছে আসানসোল কলেজিয়েট স্কুলের ছাত্র অভিষেক চট্টোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃতী এই ছাত্রের হাতে পুরস্কার তুলে দেন আসানসোলের মহকুমাশাসক অমিতাভ দাশ। তাঁকে অভিষেক জানায়, ভবিষ্যতে উচ্চশিক্ষায় যেতে চায় সে। রাজ্যে ক্ষুদ্র ও কুটিরশিল্পে কীভাবে আরও উন্নতি করা যায়, তা নিয়ে গবেষণার ইচ্ছে রয়েছে তাঁর। তবে বাণিজের ছাত্র অভিষেকের প্রথম ইচ্ছা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া। তার সঙ্গেই গবেষণা চালিয়ে যাবে সে।
|