রোগটা কঠিন, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু সে জন্য লড়াইটা আগেই হেরে বসে থাকলে চলবে না। লড়াই জোরদার হলে রোগ পিছু হটতে বাধ্য। রবিবার, ‘ওয়ার্ল্ড ক্যানসার সারভাইভার্স ডে’-তে এই বার্তাই দিতে চাইলেন ক্যানসার রোগী ও তাঁদের পরিজনেরা। বিভিন্ন সংস্থার তরফে এ দিন একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনাচক্র, প্রদর্শনীর পাশাপাশি ছিল পদযাত্রাও।
|
বৌমাকে বাঁচালেন শাশুড়ি! ক্যানসারের কোপ থেকে বাঁচতে সম্প্রতি দু’টি স্তনই অস্ত্রোপচার করে বাদ দিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। সে সময় বৌমার পাশে দাঁড়িয়েছিলেন ব্র্যাড পিটের মা জেন। কার্যত জেনের কথাতেই অস্ত্রোপচারের সিদ্ধান্তে পৌঁছেছিলেন জোলি। |