তুহিনকে সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
মাধ্যমিকে মেধা তালিকায় সম্ভাব্য দশম স্থান পাওয়া আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হাইস্কুলের ছাত্র তুহিন মুখোপাধ্যায়কে সংবর্ধনা দিলেন বিধায়ক দেবপ্রসাদ রায়। রবিবার আলিপুরদুয়ারে ছয় নম্বর ওয়ার্ডে তুহিনের বাড়িতে যান বিধায়ক।
|
মহিলার মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে স্বামীকে ধরে পুলিশ। রবিবার শামুকতলা থানার উত্তর মহাকালগুড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, মৃতার নাম রূপা ভৌমিক (২৪)। স্বামী পেশায় কাঠ ব্যবসায়ী নিতাই ভৌমিককে পুলিশ গ্রেফতার করে। পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। কিন্তু পণের দাবিতে রূপাদেবীর উপর অত্যাচার চালানো হত বলে তাঁর পরিবারের লোকজনের অভিযোগ। শনিবার রূপাদেবীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ।
|
চা’কে জাতীয় পানীয় হিসেবে ঘোষণা-সহ নানা দাবি উঠল জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষি সমিতির ৭ম বার্ষিক সাধারণ সভায়। |