উচ্চ মাধ্যমিকে আজই মার্কশিট, শংসাপত্রও
লতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল আজ, সোমবার প্রকাশিত হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, বেলা ১০টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশের পরে আজই ৫১টি বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে। পরীক্ষার্থীরা ১১টা থেকে ওয়েবসাইট এবং এসএমএস মারফত ফল জানতে পারবেন। সংসদ জানিয়েছে, ফল জানা যাবে এই সব ওয়েবসাইটে: http://wbchse.nic.in, http://wbresults.nic.in, http://results.banglarmukh.gov.in, www.calcuttatelephones.com, www.exametc.com, Examresults.india.com, http://www.indiaresults.com, http://www.examresults.net, http://www.schools9.com, Clickcollegestreet.com, www.educationgetway.co.in, www.manabadi.com, www.WestBengalEducation.net, http://Results.WestBengalEducation.net, www.KolkataEducation.net, www.vidyavision.com, myresultplus.com, www.resultsout.com
এর মধ্যে www.exametc.com-এ রোল ও মোবাইল নম্বর আগাম নথিভুক্ত করানো থাকলে ফল বেরোনোর সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থী তা জানতে পারবেন। এসএমএস মারফত ফল জানতে হলে WB12-এর পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৪২৪২, ৫৬৭৬৭৫০, ৫৬৭৬৭৯৯৯, ৫৬২৬৩, ৫৮৮৮৮, ৫২০৭০ (এয়ারটেল), ৫৮৮৮৮৭০০ (ভোডাফোন) নম্বরে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.