চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল আজ, সোমবার প্রকাশিত হচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, বেলা ১০টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশের পরে আজই ৫১টি বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও শংসাপত্র দেওয়া হবে। পরীক্ষার্থীরা ১১টা থেকে ওয়েবসাইট এবং এসএমএস মারফত ফল জানতে পারবেন। সংসদ জানিয়েছে, ফল জানা যাবে এই সব ওয়েবসাইটে: http://wbchse.nic.in, http://wbresults.nic.in, http://results.banglarmukh.gov.in, www.calcuttatelephones.com, www.exametc.com, Examresults.india.com, http://www.indiaresults.com, http://www.examresults.net, http://www.schools9.com, Clickcollegestreet.com, www.educationgetway.co.in, www.manabadi.com, www.WestBengalEducation.net, http://Results.WestBengalEducation.net, www.KolkataEducation.net, www.vidyavision.com, myresultplus.com, www.resultsout.com।
এর মধ্যে www.exametc.com-এ রোল ও মোবাইল নম্বর আগাম নথিভুক্ত করানো থাকলে ফল বেরোনোর সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থী তা জানতে পারবেন। এসএমএস মারফত ফল জানতে হলে WB12-এর পরে স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৪২৪২, ৫৬৭৬৭৫০, ৫৬৭৬৭৯৯৯, ৫৬২৬৩, ৫৮৮৮৮, ৫২০৭০ (এয়ারটেল), ৫৮৮৮৮৭০০ (ভোডাফোন) নম্বরে। |