প্রথম কাজই হবে কড়া হাতে শুদ্ধকরণ

প্রশ্ন ১: এমন রোমাঞ্চকর প্রত্যাবর্তন ঘটবে কখনও ভেবেছিলেন?
ডালমিয়া: সত্যি বলতে কী, একেবারেই ভাবিনি।

প্রশ্ন ২: কখন বুঝলেন আপনাকে বাছা হতে পারে?
ডালমিয়া: ভাবিইনি। শুরুর দিকে অন্য চারটে নাম ছিল। জেটলি। মনোহর। নিরঞ্জন শাহ। শিবলাল যাদব। আমার নামটা ছিল নিছকই পাঁচ জনের মধ্যে।

প্রশ্ন ৩: অরুণ জেটলি দায়িত্ব নিতে রাজি হননি বলে প্রচুর সমালোচনা হচ্ছে। অনেকেরই মনে হচ্ছে তাঁর সাহসের অভাব।
ডালমিয়া: সাহসের অভাব হতে যাবে কেন? জেটলি তো ভিডিও কনফারেন্সে অনেক কথা বলেছেন।

প্রশ্ন ৪: কিন্তু অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে তো রাজি হননি।
ডালমিয়া: রাজি হয়তো হয়েই যেতেন। বিন্দ্রা বিরোধিতা করায় সেন্টিমেন্টাল হয়ে গেলেন। বললেন কারও বিরোধিতা নিয়ে আমি এই পদ নিতে চাই না।

প্রশ্ন ৫: কিন্তু বিন্দ্রা তো আপনাকে নিয়েও তীব্র আপত্তি করেছেন।
ডালমিয়া: সে তো করবেই। বিন্দ্রার তো কাজই এ সব করা।

প্রশ্ন ৬: বলা হচ্ছে আপনার মনোনয়ন যে সভায় হল সেটাই অবৈধ। ওয়ার্কিং কমিটি বৈঠকের তিন দিন আগে নোটিস দেওয়ার কথা।
ডালমিয়া: সেটা নিয়ে সবার শুরুতেই আলোচনা হয়েছিল। আইনের দিকটা জেটলির পরামর্শ নেওয়া হয়। তখন উনি বলেন এ রকম চরম গুরুত্বপূর্ণ ব্যাপারে সময়টাকে ছোট করে আনা যেতেই পারে। এটা পরে শুধু বিশেষ সাধারণ সভা ডেকে অনুমোদন করিয়ে নিতে হবে। বিন্দ্রা বেরনোর আগে অবশ্য চেঁচামেচি করছিল যে আমি দেখে নেব। কেস করব।

প্রশ্ন ৭: তখন আপনি কী বললেন?
ডালমিয়া: বললাম যা, যা। তুই অনেক কেস করেছিস। ক্ষমতা থাকলে গিয়ে কর।

প্রশ্ন ৮: দায়িত্ব নিয়ে এ বার আপনি কতটা কড়া হবেন? লোকের মনে কিন্তু ভারতীয় ক্রিকেট সম্পর্কে ধুলো জমছে।
ডালমিয়া: কত দিন সময় হাতে পাব, কিছুই বুঝতে পারছি না। কতটা কী করতে পারব জানি না। তবে একটা জিনিস নিশ্চয়ই করব। এটা দেখব যে দায়িত্ব ছাড়ার দিন লোকে যেন ফাইলগুলোয় কোনও ধুলো না দেখতে পায়।

প্রশ্ন ৯: আবার জেটলিতে ফিরছি। কীর্তি আজাদ বিজেপির লোক হয়েও বলেছেন, সাহস করে উনি এত গুরুত্বপূর্ণ সভায় এলেন না কেন? কেন ভিডিও কনফারেন্সে থাকলেন?
ডালমিয়া: জেটলি তো আগেই বলে দিয়েছিলেন যে ওঁর গ্বালিয়রে রাজনৈতিক কাজকর্ম রয়েছে। এত শর্ট নোটিসে উনি আসতে পারবেন না। তা সত্ত্বেও যা বলার উনি তো ভিডিও কনফারেন্সে বলেইছেন।

প্রশ্ন ১০: কিন্তু শোনা যাচ্ছে বিন্দ্রা উগ্র ভাবে পদত্যাগ চাওয়া ছাড়া শ্রীনিবাসনকে সে ভাবে কেউ আক্রমণই করেননি।
ডালমিয়া: শুনলাম বিন্দ্রা বেরিয়ে টেলিভিশনকে তাই বলেছে। যতটা উগ্র ও বলেছে ততটা বলেছে কি না, আমি কিন্তু মনে করতে পারছি না।

রাজকীয় প্রত্যাবর্তন। বোর্ড থেকে শহরে। রবিবার রাতে
দমদম বিমানবন্দরে জগমোহন ডালমিয়া। ছবি: উৎপল সরকার
প্রশ্ন ১১: আপনি বলেছিলেন শুদ্ধকরণের জন্য প্রয়োজনে আইপিএল এক বছর স্থগিত রাখা হোক। আজ আপনিই দায়িত্বে। স্থগিত রাখবেন এক বছর?
ডালমিয়া: শুধু আমার ওপর দায়িত্ব ছাড়া হলে অবশ্যই রাখব। সব কিছু সাফ করব। তার পর ফের আইপিএল চালু করব। কিন্তু এ ক্ষেত্রে তো শুধু আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। সবাই কী বলে দেখি।

প্রশ্ন ১২: অনেকের মনে হচ্ছে, এ দিনের বৈঠকে যা হল, স্রেফ প্রহসন। সাহসী সিদ্ধান্ত হল না।
ডালমিয়া: প্রহসন হতে যাবে কেন? বিরোধীরা তো শ্রীনিবাসনকে সরে দাঁড়াতেই বলেছিলেন তদন্ত না হওয়া পর্যন্ত। সেটাই তো হয়েছে।

প্রশ্ন ১৩: আপনি কাজ করবেন কাদের নিয়ে? আপনার না আছে সচিব, না আছে কোষাধ্যক্ষ।
ডালমিয়া: কিছুই জানি না। জাগদালে আর শিরকে-কে আবার ভেবে দেখতে বলা হয়েছে।

প্রশ্ন ১৪: ওঁরা তো বলেছেন, আমরা আর ফিরব না।
ডালমিয়া: আমি জানি না। আমি যত দূর শুনেছি, ওরা দু’জনেই ২৪ ঘণ্টা সময় চেয়েছে। যদি ওরা রাজি না হয়, নতুন লোক খুঁজতে হবে।

প্রশ্ন ১৫: স্পট-ফিক্সিং দুর্নীতি রোখায় তিন সদস্যের কমিশনে কি তা হলে আপনি ঢুকলেন? যেখানে চেন্নাইয়ের দুই বিচারপতি আছেন?
ডালমিয়া: না, আমি কোনও কমিশন-টমিশনে ঢুকিনি। ঢুকতেও চাই না। ওখানে থাকবেন বোর্ড সেক্রেটারি।

প্রশ্ন ১৬: কিন্তু আপনার তো বোর্ড সেক্রেটারিই নেই!
ডালমিয়া: দেখা যাক না জাগদালে কী বলে। নইলে নতুন লোক দেখব।

প্রশ্ন ১৭: অনেকের ধারণা হচ্ছে, কোথাও একটা আপস হয়েছে। শ্রীনিবাসন আপনার মনোনয়ন এত সহজে মেনে নিলেন কারণ ওঁকে আপনি আইসিসি বৈঠকে ভারতীয় প্রতিনিধি করে পাঠাবেন।
ডালমিয়া: (সাবধানী গলা) এগুলো কিছুই ঠিক হয়নি। তা ছাড়া আইসিসি বৈঠকে এক জনকেই মনোনীত করতে হবে, তার কী মানে আছে? অনেকেই তো ঘুরিয়ে-ফিরিয়ে যেতে পারে।

প্রশ্ন ১৮: কিন্তু এক জনকেই তো মনোনয়ন করতে হয়।
ডালমিয়া: আমি এমন কোনও নিয়মের কথা জানি না।

প্রশ্ন ১৯: ভারতীয় ক্রিকেটকে চেন্নাই নিয়ন্ত্রণ করার এই ক’বছরে অনেক যোগ্য ক্রিকেটার অবহেলিত হয়েছেন। আপনার আমলে যাঁদের প্রদর্শন খুব ভাল, অথচ শ্রীনিবাসন যোগ্য মনে করেননি। এঁদের কি আপনি ভারতীয় ক্রিকেটের মূলস্রোতে ফিরিয়ে আনবেন? যেমন সৌরভ। যেমন বেঙ্গসরকর। যেমন বেদী।
ডালমিয়া: আমি কতটুকু কী করতে পারব, জানি না। এই মুহূর্তে বলাটা খুব কঠিন। তবে আমি জানি এরা প্রত্যেকেই খুব কাজের লোক।

প্রশ্ন ২০: এই যে আপনি ভারতীয় ক্রিকেটের মগডালে আবার বসলেন। বাংলা ক্রিকেট কী আশা করতে পারে?
ডালমিয়া: বললাম তো, এই মুহূর্তে অনেকটাই ধোঁয়াশা যে আমি কত দিন থাকতে পারব। আর এই মুহূর্তে আমার প্রধান লক্ষ্য কড়া হাতে খেলাটার শুদ্ধকরণ। অন্য কিছু নয়।

প্রশ্ন ২১: অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট হয়ে এক বারও কি সেই লোকগুলোর কথা মনে পড়ল যারা ২৯-০ ভোটে শাস্তি দিয়েছিল? যারা ইডেন থেকে বিশ্বকাপের ম্যাচ কেড়ে নিয়েছিল?
ডালমিয়া: মনে তো পড়লই। তবে কী মনে পড়ল আর এখন কী ভাবছি, সেটা আপনাকে অফ দ্য রেকর্ড বলব।


ডালমিয়ানামা
• ১৯৭৯ ভারতীয় বোর্ডে প্রবেশ
• ১৯৮৩ বোর্ড কোষাধ্যক্ষ
• ১৯৯৭-২০০০ আইসিসি প্রেসিডেন্ট
• ২০০১-২০০৪ বিসিসিআই প্রেসিডেন্ট
• ২০০৫ তাঁর প্রার্থী আর এস মহেন্দ্রকে সরিয়ে বোর্ড প্রেসিডেন্ট শরদ পওয়ার
• ২০০৬ আর্থিক দুর্নীতির অভিযোগে বোর্ড থেকে বহিষ্কৃত
• ২০০৭ অভিযোগ প্রমাণ না হওয়ায় মুম্বই হাইকোর্ট নির্দোষ ঘোষণা করে।
• ২০১৩ শ্রীনিবাসন সরে দাঁড়ানোয় বোর্ডে নাটকীয় প্রত্যাবর্তন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.