টুকরো খবর
বামেদের দোষারোপ সৌমেনের
জলমগ্ন এলাকা দেখতে ডেবরায় এলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। রবিবার বিকেলে তিনি সত্যপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন জেলা তৃণমূল নেতা বিবেক মুখোপাধ্যায়। মন্ত্রীকে কাছে পেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী নানা অভিযোগ জানান। কারও বক্তব্য, “সেচ দফতরের গাফিলতিতেই এই পরিস্থিতি। বাঁধগুলো দীর্ঘদিন ধরে দুর্বল হয়ে পড়েছে। সংস্কারের উদ্যোগ নেই।” কারও অনুযোগ, “আমরা শুধু আশ্বাসই পাই। কাজের কাজ কিছু হয় না।” মন্ত্রী অবশ্য এই পরিস্থিতির জন্য বাম-আমলকেই দুষেছেন। তাঁর কথায়, “৩৪ বছরে সে ভাবে বাঁধগুলো সংস্কার করা হয়নি। বরাদ্দ টাকা নয়ছয় হয়েছে। এত বড় বড় বাঁধ। নির্দিষ্ট সময় অন্তর সংস্কার না হলে ভাঙার আশঙ্কা থাকেই।” মন্ত্রী জানান, শুধুমাত্র ডেবরায় ১৬টি মৌজা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। দু’দিনের টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডেবরা ব্লক। রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবারই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন সেচ দফতরের সচিব তুষার ঘোষ। সঙ্গে ছিলেন অন্য আধিকারিকেরা। সেচ দফতরের আধিকারিকদের কাছে পেয়ে নিজেদের ক্ষোভও উগরে দেন গ্রামবাসীরা। রবিবারও একই পরিস্থিতি হয়। মন্ত্রীকে কাছে পেয়ে ক্ষোভ জানান ক্ষতিগ্রস্তরা। পরে জেলা তৃণমূল নেতা বিবেকবাবু বলেন, “গ্রামবাসীদের ক্ষোভ স্বাভাবিক। দীর্ঘ দিন বাঁধগুলো সংস্কার হয়নি। তাই এ ভাবে ভেঙে গেল।”

মনোনয়ন তুলতে হুমকির অভিযোগ
তৃণমূলের লোকজন বাড়ি বাড়ি গিয়ে মনোনয়ন তোলার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ সিপিএমের। শালবনি, সবং, পিংলা, মোহনপুর-সহ নানা ব্লকে এমন ঘটনা ঘটছে। শালবনিতে সিপিএম প্রার্থী সজনী সরেনকে রবিবার সকালে তৃণমূলের লোকজন বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। ওই ব্লকেরই কাশীজোড়া, ভুরসা প্রভৃতি এলাকায় প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে, চলছে মারধর। পঞ্চায়েত সমিতির প্রার্থী রানি মাণ্ডিকেও হুমকি দেওয়া হয়। অভিযোগ, প্রার্থীদের দিয়ে মুচলেকায় লেখানো হচ্ছে, তাঁরা প্রার্থী হবেন না। মুচলেকা লিখে না দিলেই শুরু হচ্ছে অত্যাচার।সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার বলেন, “মনোনয়ন-পর্বের শুরু থেকেই হামলা চলছে। মহিলারাও আক্রান্ত হচ্ছেন। এমন পরিস্থিতিতে কী করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব? ” অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোত্‌ ঘোষ। তাঁর বক্তব্য, “মিথ্যে অভিযোগ। কিছু এলাকায় সিপিএমই আমাদের কর্মীদের উপর আক্রমণ চলছে।” তাঁর প্রশ্ন, “স্বাভাবিক পরিস্থিতি না থাকলে সিপিএমের প্রার্থীরা মনোনয়ন জমা দিচ্ছেন কী ভাবে?”

কবির স্মরণসন্ধ্যা
মেদিনীপুর কলেজের প্রাক্তন ছাত্র সম্মিলনীর উদ্যোগে রবিবার সন্ধ্যায় রবীন্দ্র-নজরুল সন্ধ্যা হল।
উপস্থিত ছিলেন অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ-সহ বিশিষ্ট ব্যক্তিরা। ছবি: সৌমেশ্বর মণ্ডল।
রবীন্দ্র-নজরুল স্মরণসন্ধ্যার আয়োজন করল মেদিনীপুর কলেজের প্রাক্তন ছাত্র সম্মিলনী। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ-সহ বহু বিশিষ্টজন। প্রাক্তনীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। গানে-কবিতায়-পাঠে স্মরণ করা হয় বাঙালির প্রাণের দুই কবিকে। তাঁদের চিন্তার প্রাসঙ্গিকতার কথা মনে করিয়ে দেন বিশিষ্টজনেরা।

নাবালিকার অপমৃত্যু, ধৃত
নাবালিকার অপমৃত্যুর ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম বি গণেশ। রবিবার সকালে রেলশহরের বোগদা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। খড়্গপুর টাউন থানার আইসি অরুণাভ দাস বলেন, “নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে রবিবার সকালে একজনকে গ্রেফতার করা হয়েছে।” শুক্রবার সকালে বোগদায় রেল কলোনির এলাকা থেকে এক নাবালিকা রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতদেহে আঘাতের চিহ্ণ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ, বছর এগারোর ওই নাবালিকাকে খুনই করা হয়েছে। কিন্তু, কেন খুন করা হল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে পুলিশের মধ্যেও। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনার সঙ্গে আরও তিন-চার জন জড়িত। তাদের খোঁজে তল্লাশি চলছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.