টুকরো খবর |
উত্তর থেকে সরল নিম্নচাপ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
টানা চার দিনের বৃষ্টির পরে রবিবার ফের রোদ ঝলমলে আকাশ দেখা গেল উত্তরবঙ্গ এবং সিকিমে। শনিবার সন্ধ্যের পর থেকেই সিকিমে বৃষ্টি কমে যায়, তবে উত্তরবঙ্গের সমতলে জলপাইগুড়ি ও শিলিগুড়ির কিছু অংশে শনিবার রাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। তবে রবিবার সকালে মেঘমুক্ত আকাশ দেখা গিয়েছে জলপাইগুড়ি-শিলিগুড়ি থেকে। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণেই জুন মাসের শুরুতেই টানা বৃষ্টি হতে থাকে। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সিকিমের আধিকারিক গোপীনাথ রাহা বলেন, “ক্রমশ দুর্বল হয়ে বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি সরে গিয়েছে। সে কারণেই বৃষ্টি কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টাতে আকাশ পরিষ্কার থাকবে। তবে, স্থানীয় কারণে কোথাও সামান্য বৃষ্টিপাত হতে পারে।” টানা বৃষ্টিতে উত্তরবঙ্গ ও সিকিমের তাপমাত্রা কমতে শুরু করলেও, এদিন রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের টানে উত্তর ভারতের আকাশ থেকে জলীয় বাস্প ভরা মেঘ ভেসে যেতে শুরু করে। উত্তরবঙ্গ এবং সিকিমের আকাশ দিয়ে জলীয় বাস্পভরা মেঘ যাওয়ার পথে বৃষ্টি দিতে শুরু করে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।
|
হাজত থেকে চম্পট পুলিশের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
দুই বোনের যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মী পালাল পুলিশের হেফাজত থেকেই। মেঘালয়ের গারো হিলের আমপাতি এলাকার ঘটনা। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের নাম নরুল ইসলাম। তিনি আমপাতি থানার ওসি ছিলেন। পুলিশ জানিয়েছে, ১৩ মার্চ বাজারে যাওয়ার সময় ওই দুই কিশোরীকে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে অভিযুক্ত ওই পুলিশকর্মী দু’জনের যৌন নিগ্রহ করেন বলে। এ কথা কাউকে জানালে ফল ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, গতকাল এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে তুরায় নিয়ে যায় পুলিশ। কিন্তু ধৃতকে লক-আপে রাখা হয়নি বলে অভিযোগ। সুযোগ পেয়ে পুলিশের নজর এড়িয়ে পালায় অভিযুক্ত ওই ব্যক্তি।
|
ধৃত কেএলও জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
পেট্রোল পাম্প থেকে তোলা আদায় করতে গিয়ে পুলিশের অভিযানে ধরা পড়ল এক কেএলও জঙ্গি। শনিবার রাতে ঘটনাটি ঘটে ধুবুরির গোলকগঞ্জ থানার হালাকুরা গ্রামে। ধৃত তারিণী রায়ের বাড়ি ধুবুরির তামারহাট থানার জলডোবা গ্রামে। ধৃতের কাছ থেকে কিছু নথি ও মোবাইল ফোন উদ্ধার হয়েছে। আগাম চিঠি দিয়ে ৫ লক্ষ টাকা দাবি করে হালাকুরার ভাইবাজার গ্রামের এনআরএল পেট্রোল পাম্পে দু’জন কেএলও জঙ্গি যাবে বলে পুলিশ খবর পায়। সাদা পোশাকের পুলিশের একটি দল পাম্পে আগে থেকেই ঘিরে থাকে। জঙ্গি ২ জন পাম্পে ঢোকামাত্রই পুলিশ এক জনকে ধরে। অন্ধকারের সুযোগে এক জঙ্গি পালায় যায়। ধৃতকে আদালতে তোলা হলে তাকে ২ দিনের পুলিশ হেফাজত দেন বিচারক।
|
ধর্ষণ করে খুন
নিজস্ব সংবাদদাতা • যবতমল |
বিবাহিত প্রেমিক ও তাঁর শাগরেদের হাতে খুন হলেন মহারাষ্ট্রের এক যুবতী। পুলিশ জানিয়েছে, ধৃত দুই অভিযুক্তের নাম দেবা পওয়ার ও নীতেশ অক্কুলওয়ার। পুলিশের দাবি, নিহত তরুণী সানে গুরুজি নগর এলাকার বাসিন্দা। ওই তরুণী দেবার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। পুলিশ জানিয়েছে, বিয়ের নাম করে তরুণীকে ডেকে অন্য জায়গায় নিয়ে যায় দেবা। সেখানে দুই বন্ধু মিলে তাঁকে ধর্ষণ করে এবং শ্বাসরোধ করে খুন করে।
|
দিল্লির পথে ফের ধর্ষিতা কিশোরী
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
ফের ধর্ষণ রাজধানীতে। সন্ধেয় বাড়ি থেকে বেরিয়েছিল এক কিশোরী। তখনই তাকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তিন দুষ্কৃতী। শনিবার রাতে দিল্লির নাঙ্গলোই এলাকার ঘটনা। রবিবার সকালে তাকে বাড়ির কাছে ফেলে রেখে চলে যায় দুষ্কৃতীরা। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণ প্রমাণিত হয়েছে। অভিযুক্ত আনোয়ার, সন্দীপ ও অনীশকে গ্রেফতার করা হয়েছে।
|
নেপালে ধৃত বিহারের দুষ্কৃতী
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিহারে ৩৬ জনকে খুনের ঘটনায় অভিযুক্ত এক দুষ্কৃতী নেপালে ধরা পড়েছে। ধৃতকে বিহার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। নাম বাবলু দুবে। বাড়ি কল্যাণপুর এলাকায়। |
|