টুকরো খবর
চুরি যাওয়া গাড়ি উদ্ধার
পুলিশের হেফাজতে থাকা তিন দুষ্কৃতীকে জেরা করে পুরুলিয়া থেকে একটি চুরি যাওয়া গাড়ি উদ্ধার হল। কিছুদিন আগেই ওই দুষ্কৃতীরা ধরা পড়লেও পুলিশ শনিবার গাড়িটি উদ্ধার করতে পারে। পুলিশ সূত্রে খবর, গত ১ মে কলকাতার একটি ট্রাভেল এজেন্সির থেকে গাড়ি ভাড়া নিয়ে ওই দুষ্কৃতীরা সেটিই চুরি করে। দুষ্কৃতীরা গাড়িটি ভাড়া নিয়ে তারাপীঠে আসে। রাতে হোটেলে এজেন্সির চালককে মাদক খাইয়ে গাড়ি নিয়ে চম্পট দেয়। পরের দিনই ওই ট্রাভেল এজেন্সির মালিক রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন। মোবাইলের সূত্র ধরে পুলিশ গত ২৩ মে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করে। রামপুরহাটের এসডিপিও দেবাশিস নন্দী বলেন, “ওই গাড়ি চুরির সঙ্গে একটি বড় চক্র যুক্ত। তাঁদের খোঁজ চলছে।” ধতৃদের ফের সোমবার আদালতে হাজির করানো হবে।

সিউড়িতে স্মরণসভা
সদ্যপ্রয়াত বীরভূমের বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব অর্ণব মজুমদারের স্মরণসভার আয়োজন করল সিউড়ি থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক সংবাদপত্র। রবিবার বিকেলে সিউড়ির ডিআরডিসি হলে আয়োজিত ওই অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। তিনি বলেন, “বালিকা বধূ থেকে শুরু করে আমার প্রত্যেকটি ছবিতেই অর্ণববাবু নানা ভাবে জড়িত ছিলেন। ১৯৬৮ সাল থেকে তাঁর সঙ্গে আমার পরিচয়। তাঁর আত্মার শান্তি কামনা করছি না। কারণ তিনি আমার কাছে এখনও জীবিত।”

প্রয়াত নাট্যকর্মী
প্রয়াত হলেন সিউড়ির বিশিষ্ট নাট্যকর্মী, আবৃত্তিকার তথা যাত্রা অভিনেতা চন্দন চট্টোপাধ্যায়। গত শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৪৯। দীর্ঘ পনেরো বছর ধরে তিনি কলকাতার একাধিক যাত্রাদলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে বীরভূমের সংস্কৃতিজগতে শোকের ছায়া নেমেছে।

বোমা উদ্ধার
বোমাকে বল ভেবে খেলতে গিয়ে শনিবার সকালে কাঁকরতলার বড়রা গ্রামে শেখ ইরফান নামে ন’বছরের এক বালক আহত হয়েছিল। রবিবার সকালেই ফের একই গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১০০টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। পঞ্চায়েত ভোটের মুখে এমন সব ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.