মুম্বই সন্ত্রাসে অভিযুক্ত ডেভিড হেডলিকে এক বছরের জন্য তাদের হাতে তুলে দেওয়ার জন্য আমেরিকাকে অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি। গত ২০-২২ মে ওয়াশিংটনে ভারত-আমেরিকা নিরাপত্তা বিষয়ক এক আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই ভারত সরকারের প্রতিনিধিরা হেডলিকে দিল্লির হাতে তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে, তারা চাইছে, মুম্বই সন্ত্রাসের ষড়যন্ত্রের বিষয়ে ওই দুই অভিযুক্তের কাছ থেকে আরও বেশি করে তথ্য আদায় করতে। ভারত সরকারের এক আধিকারিকের কথায়, “ওবামা সরকারের প্রতিনিধিরা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমাদের অনুরোধের বিষয়টি ওঁরা ভেবে দেখবেন।” |
হ্যারিকে খুনের অভিসন্ধি
সংবাদসংস্থা • লন্ডন |
নিজেই গটগটিয়ে হেঁটে থানায় ঢুকেছিলেন আশরফ ইসলাম। সবাইকে চমকে দিয়ে জানান, রাজকুমার হ্যারিকে খুন করতে চেয়েছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে বেশ কিছু দিন আগে, মে মাসের ২৩ তারিখ। ঘটনাচক্রে ঠিক তার আগের দিনই প্রকাশ্য দিবালোকে গলা কেটে খুন করা হয় ব্রিটিশ সেনা লি রিগবিকে। রবিবার আশরফের এই কাণ্ডকারখানার কথা জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড। গোয়েন্দারা জানান, গ্রেফতার হয়েছে আশরফ। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ দশ বছর জেল হতে পারে। আগে এক বার জেলখাটার সময়ই ইসলাম গ্রহণ করেন ওই ব্যক্তি। ধর্মান্তরিত হওয়ার আগে তাঁর নাম ছিল মার্ক টাউনলে। অভিযুক্তর ল্যাপটপ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গিয়েছে, ইন্টারনেটে বন্দুক, অপহরণ প্রভৃতি বিষয়ে বিস্তর খোঁজাখুঁজি করতেন আশরফ। |